For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রয়েছে রোলস রয়েস, টেসলা গাড়ি, ৫,৭৮৫ কোটির মালিক অন্ধ্রের টিডিপি প্রার্থী

07:36 PM Apr 23, 2024 IST | Sundeep
রয়েছে রোলস রয়েস  টেসলা গাড়ি  ৫ ৭৮৫ কোটির মালিক অন্ধ্রের টিডিপি প্রার্থী
Advertisement

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি লোকসভা ভোটে অর্থশক্তির রমরমা ভালভাবেই মালুম হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ভোটে জিততে টাকার পাহাড়ে বসা ব্যক্তিদেরই প্রার্থী হিসাবে বেছে নিচ্ছে। নকুল নাথ, পল্লবী ডেম্পো, স্টার চান্ড্রুদের মতো প্রার্থীদের সম্পত্তির পরিমাণ শুনে দিন আনি, দিন খাই গোছের আম আদমির চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত লোকসভার ভোটে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে সম্পত্তির নিরিখে সবাইকে টেক্কা দিয়েছেন অন্ধ্রের গুন্টুরের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী পি চন্দ্রশেখর। তাঁর সম্পদের পরিমাণ শুনলে অনেকেই ভিরমি খেতে পারেন।

Advertisement

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় গুন্টুরের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী পি চন্দ্রশেখর তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জানিয়েছেন জানেন? একশো বা হাজার-দু’হাজার কোটি নয়। প্রায় ৫,৭৮৫ কোটির মালিক টিডিপি প্রার্থী। তার মধ্যে পি চন্দ্রশেখর ব্যক্তিগতভাবে ২,৪৪৮.৭২ কোটি টাকার মালিক। তাঁর স্ত্রী শ্রীরত্না কোনেরুর সম্পত্তির পরিমাণ ২,৩৪৩.৭৮ কোটি টাকা। আর সন্তান ১,০০০ কোটি টাকার সম্পদের অধিকারী।

Advertisement

১৯৯৯ সালে বিজয়ওয়াড়ার এনটিআর স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে চিকি‍ৎসা শাস্ত্রে স্নাতক হয়েছিলেন পি চন্দ্রশেখর। ২০০৫ সালে আমেরিকার পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমডি করেছিলেন। মার্কিন মুলুকের  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চিকি‍ৎসক-অধ্যাপক হিসেবে কর্মরত থাকাকালীনই তেলুগু দেশম পার্টির সঙ্গে জড়িয়ে পড়েন। দলের প্রবাসী ভারতীয় শাখার অন্যতম সদস্য হিসাবে কাজ শুরু করেন। ২০১৪ সালেই নারাসারাওপেট আসনে দলের প্রার্থী হওয়ার চেষ্টা চালিয়েছিলেন। যদিও সেবার ভাগ্যে শিঁকে ছেড়েনি।

বিপুল সম্পত্তির মালিক পি চন্দ্রশেখরের আমেরিকার একাধিক সংস্থায় বিনিয়োগ রয়েছে। তাছাড়া গ্যারাজে রয়েছে রোলস রয়েছে ঘোস্ট, মার্সিডিজ বেঞ্জ, টেসলার মতো বিলাসবহুল গাড়ি। তাছাড়া আমেরিকার একাধিক সংস্থায় প্রচুর পরিমাণ বিনিয়োগ রয়েছে। ৫,৭৮৫ কোটি টাকার মালিক চন্দ্রশেখরের পরিবারের আমেরিকার জেপি মর্গান চেজ ব্যাঙ্কের কাছে ১,১৩৮ কোটি টাকার লাইন অফ ক্রেডিট বা ঋণ রয়েছে।

Advertisement
Tags :
Advertisement