For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিয়ের দিনই চাকরি না থাকার দুঃসংবাদ পেলেন তরুণী

11:32 AM Jun 01, 2024 IST | Mainak Das
বিয়ের দিনই চাকরি না থাকার দুঃসংবাদ পেলেন তরুণী
Advertisement

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি চাকরি যেন আবহাওয়ার মতো। কখন যে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়, হলফ করে কেউ বলতে পারেন না। এই চাকরি আছে তো এই নেই। অনিশ্চয়তা লেগেই রয়েছে। তবে জীবনের সবচেয়ে সুখকর মুহূর্তে যদি চাকরি না থাকার খবর জানতে পারেন, তাহলে কেমন হবে বলুন তো। এমনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সাইপ্রাসের এক তরুণীর সঙ্গে। বিয়ের অনুষ্ঠানের মধ্যেই চাকরি না থাকার বার্তা পেয়েছিলেন হোয়াটস অ্যাপে।

Advertisement

ইউটিউবে ‘দ্য বেন আসকিনস শো’-তে নিজের জীবনের সেই দুঃসময়ের কথা জানালেন সাইপ্রাসের এই তরুণী। ইউটিউবারকে ওই তরুণী জানান, তাঁর বস ও তাঁর সহকর্মীরা জানতেন সেদিন তাঁর বিয়ে। এরপর তিনি জানান, বস তাঁকে প্রথমে লিখে পাঠান, ‘আশা করি আপনার বিয়ের দিনটি ভালোই কেটেছে। এখনও আপনি একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।‘ এরপর বস ওই তরুণীকে জানান, ‘আমি আপনাকে জানাতে চেয়েছিলাম যে দুর্ভাগ্যবশত আপনাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগত মেইলে বিস্তারিত জানানো হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশা করছি, আপনি এগিয়ে যাবেন।‘

Advertisement

এরপরই নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তরুণী বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকায় প্রথমে তার কাছে মোবাইল ফোন ছিল না। পরে আমার মনে হয়েছিল, অনেকেই হয়ত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছাবার্তাগুলি একবার দেখি। সেটা দেখতে গিয়েই দেখি আমাকে আমার সংস্থার হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই হোয়াটস অ্যাপে পাঠানো আমার বসের মেসেজ চোখে পড়ে।‘ কিন্তু কী কারণে চাকরিটি খোয়া গিয়েছিল ওই তরুণীর। সেটাও ইউটিউবারকে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, মেইলে তাঁকে জানানো হয়েছে, তিনি ওই সংস্থায় যে পদে ছিলেন, সেই পদে থাকার জন্য প্রয়োজনীয় সক্ষমতা দেখাতে পারেননি ওই মহিলা। তাঁকে যে ছাঁটাই করা হবে, এমন কোনও ইঙ্গিতও আগে থেকে পাননি তিনি। পরে ওই তরুণী জানতে পারেন, তাঁর ছুটিতে যাওয়ার আগে একজনকে নিয়োগ করা হয়েছিল। যেদিন তিনি ছুটিতে গিয়েছিলেন, সেদিনই কাজ যোগ দিয়েছিলেন নতুন কর্মী।

Advertisement
Tags :
Advertisement