OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

টি ২০ ম্যাচে কী নজির গড়লেন নিউজিল্যান্ডের বোলার, জেনে নিন

05:33 PM Jan 12, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : টি ২০ ক্রিকেটে নজির গড়লেন নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি। সাউদিই প্রথম বোলার যিনি টি ২০ ক্রিকেটে ১৫১টি উইকেটের অধিকারী হলেন। ১৫১টি উইকেট নিয়ে বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসানকেও টপকে গেলেন সউদি।

শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে ছিল পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টি ২০ ম্যাচ। সেই ম্যাচে নজির গড়লেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার। পাকিস্তানের দুই ওপেনার সঈম আয়ুব ও মহম্মদ রিজওয়ান শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় আয়ুব আউট হয়ে যাওয়ার পরে। এরপরই দলগত ৬৩ রানের মাথায় মহম্মদ রিজওয়ানকে প্র্যাভেলিয়ানে ফেরত পাঠান সাউদি। এরপরও সাউদির দাপট ছিল অব্যাহত। ব্যক্তিগত ২৪ রানের মাথায় আহমেদকে ফেরত পাঠালেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার। ক্রিজে টিকতেই দিলেন না। দুর্ধর্ষ ফর্মে থাকা বাবর আজম যখন ৩৫ বলে ৫৭ রান করে আউট হয়ে যান, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের ইনিংস শেষ করার পিছনে যার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তিনি হলেন সাউদি। আব্বাস আফ্রিদি ও হরিশ রাউফের উইকেট তুলে নেন সাউদি। সাউদির এই দুটি উইকেট তুলে নেওয়ার পরই পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানের মাথায়।

এর আগে টি ২০ ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট প্রাপক ছিলেন বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান। সাউদির থেকে ১১টি উইকেট পিছনে রয়েছেন সাকিব। এর আগে এই সাউদিকে টপকেই সবচেয়ে বেশি উইকেট প্রাপক হিসাবে উঠে এসেছিলেন সাকিব। সাউদি ও সাকিব ছাড়া একশোর বেশি উইকেট প্রাপকদের তালিকায় রয়েছেন রশিদ খান, ইশ সোধি ও লাসিথ মালিঙ্গা।

Tags :
cricketnewzelandPakistanT20
Next Article