For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রবি দুপুরেই শেষ হবে কাজ, তবে পরিষেবা স্বাভাবিক হতে সোম সকাল

রবি দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে। তাই সোমবারেও যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকছে।
09:49 AM Jun 09, 2024 IST | Koushik Dey Sarkar
রবি দুপুরেই শেষ হবে কাজ  তবে পরিষেবা স্বাভাবিক হতে সোম সকাল
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা(Sealdha Station) মেন এবং উত্তর শাখার ট্রেন যাতায়াত করে ১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এর মধ্যে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এত দিন যে দৈর্ঘ্য এবং আকারের ছিল, তাতে সেগুলি থেকে ১২ কামরার ট্রেন চালানো যেত না। ১ নম্বর প্ল্যাটফর্মে কখনও কখনও ১২ কামরার ট্রেন দেওয়া হলেও বাকি চারটি থেকে মূলত ৯ কামরার ট্রেন চলত। সব ট্রেন যাতে ১২ কামরার চালানো যায়, সেই উদ্দেশ্যে বেশ কিছু দিন আগে রেল সিদ্ধান্ত নেয়, ওই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং আকার বৃদ্ধি করা হবে। সেই কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাতে। আর তার জেরেই গুচ্ছের লোকাল ট্রেন বাতিল বা যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায়া শুক্রবার সকাল থেকেই যাত্রী ভোগান্তি চূড়ান্ত আকার নেয়। তবে মন্দের ভালো এদিন অর্থাৎ রবি দুপুরের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাচ্ছে। যদিও পরিষবা স্বাভাবিক হতে হতে সোম সকাল হয়ে যাবে বলেই মনে করছেন রেলের আধিকারিকেরা।

Advertisement

গত দু’দিন ধরে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে শিয়ালদা মেন এবং উত্তর শাখার যাত্রীদের। শুক্রবার কোনওক্রমে উতরে গেলেও শনিবার যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। বেলা যত গড়িয়েছে, পরিষেবার হাল তত খারাপ হয়েছে। দিনভর বহু ট্রেন বাতিল ছিল। যে ট্রেনগুলি চলেছে, তা কোনও সময়সূচি মেনে চলেনি। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছে শিয়ালদায় ঢোকার আগে। লোকাল ট্রেনের অবস্থাও তথৈবচ। দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলেছে বিভিন্ন লোকাল ট্রেন। তবে যে কাজের জন্য এই ট্রেন বাতিলের ঘটনা, তা এখন যে গতিতে চলছে তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। তার পরেই স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করবে। যদিও রেলকর্মীদের একাংশের দাবি, রবি দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে। তেমন হলে সপ্তাহের প্রথম কাজের দিনেও ভোগান্তি থাকছে নিত্যযাত্রীদের কপালে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement