OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পদ্মশ্রী ফেরানোর কথা জানিয়ে মোদিকে চিঠি বজরং পুনিয়ার

05:39 PM Dec 22, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংয়ের নির্বাচিত হওয়ার প্রতিবাদ পদ্মশ্রী পুরস্কার ফেরাচ্ছেন কুস্তিগীর বজরং পুনিয়া। শুক্রবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইতিমধ্যেই পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির জবাব পাওয়ার পরেই পদ্মশ্রী পদক ফেরত দেবেন ভারত সরকারকে।

গতকাল বৃহস্পতিবারই জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে জয়ী হয়েছেন সঞ্জয় সিংহ। যিনি সংস্থার প্রাক্তন সভাপতি তথা যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের ‘ইয়েসম্যান’ হিসাবে পরিচিত। শুধু সঞ্জয় সিংহ একাই নন। কুস্তি ফেডারেশনের আরও একাধিক পদে জিতেছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠরা। ফলে সংস্থার নিয়ন্ত্রণ বকলমে বাহুবলী বিজেপি সাংসদের হাতেই রয়ে গেল। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে সঞ্জয় সিংহের নির্বাচিত হওয়ার কথা শুনেই কার্যত ভেঙে পড়েন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতের মতো দেশকে পদক এনে দেওয়া কুস্তিগীররা। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে অবসর নেওয়ার ঘোষণাও করেন সাক্ষী মালিক।

আর সতীর্থ কুস্তিগীরের অবসর নেওয়ার ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ‘পদ্মশ্রী’ পুরস্কার ফেরানোর কথা জানিয়ে দিলেন বজরং পুনিয়া। প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থার অভিযোগ তুলে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে পুনিয়া লিখেছেন, ‘জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে অনুগামীদের জয়ের পরেই ব্রিজভূষণ হুঙ্কার ছেড়েছেন, ‘রমরমা ছিল। রমরমা থাকবে।’ এটা আন্দোলনকারী কুস্তিগীরদের প্রতি এক ধরনের হুমকি। যে কারণে সাক্ষী মালিকের মতো নামী কুস্তিগীরকে খেলা ছেড়ে অবসরে যেতে হয়েছে।’  

Tags :
Bajrang PuniaWrestler Bajrang Punia Returning His Padma Shri
Next Article