OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

চ্যানেল মালিকের সঙ্গে ভুল বোঝাবুঝি, অপু বিশ্বাসকে ডিবি কার্যালয়ে তলব

সম্প্রতি সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে তাপসের একটি কথপোকথনের সম্পাদিত ভার্সন ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যম নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।
06:39 PM Dec 19, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিনোদন মহলে তারকাদের কোনও কেচ্ছা ছড়াতেও দেরি হয়না, আবার তারকাদের কোনও তথ্য সামনে এলেও তা ভাইরাল হতে দেরি হয়না। ঢাকাই ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা অপু বিশ্বাস। সম্পর্কে শাকিব খানের সাবেক স্ত্রী। দিন কয়েক আগেই শাকিব খানের বর্তমান স্ত্রী শবনম বুবলীর সঙ্গে ঢাকার একটি বিখ্যাত টিভি চ্যানেলের মালিকের প্রেমের জল্পনা চর্চায় এসেছিল।

এরপরেই চ্যানেলের মালিকের স্ত্রী ফেসবুকে তাঁদের প্রেম সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেন। কিছুক্ষণের মধ্যেই আবার স্ট্যাটাসটি সরিয়ে নেন তিনি। এমনকী গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস অভিযোগ প্রসঙ্গে বলেন, তাঁর ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু বিশ্বাস তাঁর ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। তাঁরা দুজন মিলে রয়েছে। এরপরই অপুকে তলব করেন ডিবি প্রধান হারুন অউর রশীদ। তবে ডিবি অফিসে মঙ্গলবার হাজির হয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়ে নেন অপু ও তাপস। একইসঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও মুছে ফেলার অনুরোধ জানান দুজনে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে তাপসের একটি কথপোকথনের সম্পাদিত ভার্সন ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যম নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

তখন তাপস দাবি করেন যে, চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করেছেন। যার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে অপুর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি কার্যালয়ে তলব করা হয় অপুকে। এসময় উপস্থিত ছিলেন ডিবি প্রধান হারুন অর রশীদ ও কৌশিক হোসেন তাপস। এরপরই তাঁরা আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। এবং ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার কথা দেন অপু।

Tags :
apu biswas
Next Article