OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘তুমি আরও অনেক বড় হও’, অভিষেককে আশীর্বাদ মহারাজের

মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক। তার জেরেই মহারাজ তাঁকে আশির্বাদ করে জানান, ‘তুমি আরও অনেক বড় হও। তোমার থেকে আরও অনেক কিছু চাইব।’
05:52 PM Jan 12, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: পর পর ২ বছর তিনি নিজে এসেছিলেন স্বামীজির জন্মভিটেতে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে। ২০২৪ সালেও তিনি এলেন শ্রদ্ধা জানাতে। আজ, ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিন(Birthday of Swami Vivekananda)। সেই উপলক্ষ্যে এদিন মধ্য কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবনে যান রাজ্যের শাসক দলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন বিকালে সেখানে গিয়ে বিবেকানন্দের সুউচ্চ মূর্তিতে মাল্যদান করে যুগনায়কের প্রতি শ্রদ্ধা জানান অভিষেক। এর পর তিনি স্বামী বিবেকানন্দের বাসভবনের দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান মহারাজকে শাল ও ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। তাঁকেও পালটা উত্তরীয় পরিয়ে আশীর্বাদ করেন মহারাজ। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর বেরিয়ে আসেন অভিষেক। মহারাজকে শুভেচ্ছা জানানোর সময়েই মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক। তার জেরেই মহারাজ তাঁকে আশির্বাদ করে জানান, ‘তুমি আরও অনেক বড় হও। তোমার থেকে আরও অনেক কিছু চাইব।’

স্বামীজির বাসভবন থেকে বেড়িয়ে অভিষেক সাংবাদিকদের মুখোমুখি জানান, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিন যেন সকলের ভালো কাটে। প্রতিবার আমি স্বামীজির বাড়িতে আসি। এর আগেও ২ বার আমি এখানে এসে শ্রদ্ধা জানিয়েছি। সবার কাছে এটাই আশা রাখব যে সবাই যেন স্বামী বিবেকানন্দের মতাদর্শ মেনে চলেন।’ সাংবাদিকেরা এদিন তাঁকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তৃণমূল বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হানাদারি নিয়ে প্রশ্ন করেন। সেই সঙ্গে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্য নিয়েও প্রশ্ন রাখেন সাংবাদিকেরা।

কিন্তু অভিষেক তাঁদের জানান, ‘এখানে এই ধরনের প্রশ্নের কোনও উত্তর আমি দেব না। এখানে রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। তবে এখানে সকলের আসার অধিকার আছে।’ বিবেকানন্দের বাসভবন থেকে বেরিয়ে আসার সময় মহারাজ অভিষেককে প্রস্তাব দেন, ‘সামনের ফাঁকা জায়গায় বাগান হোক।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখতে স্থানীয় বিধায়ক শশী পাঁজাকে দেখতে বলেন। আশ্বাস দেন, বাগানের কাজ হবে।এর পর স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে পুরনো তৃণমূল ভবনে যান অভিষেক। সেই বাড়ি পুরো ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেই কাজ কেমন চলছে, তা এদিন দেখতে গিয়েছিলেন অভিষেক।  

Tags :
Abhishek BanerjeeBirthday of Swami VivekanandaTmc
Next Article