OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কান্দিতে তৃণমূল কর্মীর বাড়িতে 'সর্ষে ইলিশ' চেটেপুটে খেলেন গুজরাতি ইউসুফ পাঠান

08:29 PM Apr 15, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি, কান্দি: সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ খান সকাল থেকে কান্দি বিধানসভা এলাকায় প্রচারে বের হন। এদিন তার প্রচারের সঙ্গী ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের দাদা কান্দি ব্লক তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম সরকার। তারই উদ্যোগে ইউসুফ খানের(Yusuf Khan) জন্য বাঙালি ভোজের আয়োজন করা হয় নববর্ষের পরের দিন। গুজরাতের পাঠান ইউসুফ খান বেশ কয়েকদিন ধরে বঙ্গে প্রচারে এসে বাঙালি খাবার রপ্ত করে নিয়েছেন। এদিন সরু চালের সাদা ভাত মসুর ডাল পটল পোস্ত দেশি মুরগির মাংসের পাশাপাশি তার জন্য রান্না করা হয়েছিল সর্ষে ইলিশ।

এছাড়া ছিল উচ্ছে পটল আলু এবং ঢেঁড়স ভাজাও। প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছিল এসবের পাশাপাশি পেঁয়াজ ও শশার স্যালাড। বেশ তৃপ্তি সহকারে কম মসলায় তৈরি করা সেই রান্না, খান ইউসুফ(Yusuf) । চেটেপুটে খান সর্ষে ইলিশ। তার ভীষণ পছন্দের মসুর ডাল আর ইলিশ মাছের পদ পেয়ে তিনি খুব খুশি হন। খাবার শেষে মুখ মুছতে মুছতে ইউসুফ পাঠান বলেন বাংলা ও বাঙালিআনার সঙ্গে তার যোগাযোগ দীর্ঘদিনের।

কলকাতাতে নাইট রাইডার্স খেলেছেন অনেকদিন। তাই নাইট রাইডার্স খেলার সুবাদে বাঙালি খাবারের সঙ্গে তার পরিচিতি আগেই হয়েছে। এ দিনের এই মধ্যাহ্ন ভোজন প্রসঙ্গে ইউসুফের মন্তব্য, ' কোন কথা নয়, জাস্ট লা জবাব'। সুদূর গুজরাতের বাসিন্দা হয়েও বাঙালি খাবারের তিনি যে কত বড় ভক্ত ,সোমবার দুপুরে কব্জি ডুবিয়ে তৃপ্তি সহকারে তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে, তা প্রমাণ করে দিলেন ইউসুফ খান ।

Tags :
Yusuf KhanYusuf Khan Lunch With Ilasha Fish
Next Article