OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

২ বছরের মধ্যে বাংলায় তৈরি হবে ১০টি Internet Cable Landing Station

আগামী ২ বছরের মধ্যে রাজ্যে ১০টি Internet Cable Landing Station তৈরি হতে চলেছে। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে পারে।
05:56 PM Dec 11, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছরের মধ্যে রাজ্যে(West Bengal) ১০টি Internet Cable Landing Station বা ICLS তৈরি হতে চলেছে। এই প্রকল্পের বাস্তবায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ(10 Thousand Crore Rupees Investment) হতে পারে যা রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশসাধনের শায়ক হয়ে উঠতে চলেছে। এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে রাজ্যে। Internet Cable Landing Station গড়ে তোলা নিয়ে বিশেষ নীতি তৈরি করেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে নীতিতে। এটিকে জরুরি পরিষেবা হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

Internet সংযোগ ব্যবস্থা আরও দ্রুত এবং মসৃণ করার জন্য সমুদ্রের তলা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেবল লাইন নিয়ে আসা হয়। উপকূল এলাকায় Cable Landing Station-গুলি তৈরি হয়। পূর্ব ভারতে এখনও পর্যন্ত কোনও স্টেশন তৈরি হয়নি। মুম্বই, কোচি ও চেন্নাইয়ে ইতিমধ্যেই এমন স্টেশন তৈরি হয়েছে। শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর তুতিকোরিন পর্যন্ত Cable Landing Station-এ কেবল লাইন টানা হয়েছে। চেন্নাই ছাড়া বঙ্গোপসাগরের নীচে দিয়ে আর কোনও কেবল লাইন আসেনি। ICLS তৈরির ব্যাপারে বাংলার সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে রাজ্য সরকার মনে করছে। তথ্যপ্রযুক্তি দফতর যে নীতি তৈরি করেছে, তাতে এই বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের রাজ্যগুলি ছাড়াও নেপাল, ভুটান ও বাংলাদেশ এই প্রকল্প থেকে সুবিধা পাবে। ICLS প্রকল্প এরাজ্যে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বড় বাজার আছে। গুগল, ফেসবুক, আমাজনের মতো তথ্যপ্রযুক্তির তাবড় সংস্থাগুলি সমুদ্রের নীচে দিয়ে ইন্টারনেট কেবল লাইন নিয়ে যাওয়ার ব্যাপারে খুবই আগ্রহী।  

রাজ্যে Cable Landing Station তৈরি হলে Internet সংযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পাশাপাশি খরচ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমবে। এর ফলে রাজ্যের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার খুবই সুবিধা হবে। Cable Landing Station তৈরি হলে আগামী দিনে রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের আরও বিকাশ হবে। ফলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। তাই এই প্রকল্প রূপায়ণে আগ্রহী রাজ্য সরকার। যে নীতি তৈরি করা হয়েছে, তা রূপায়ণে বিশেষ নজর দিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। নীতি রূপায়ণে কোনও সমস্যা তৈরি হলে, তা দূর করতে কমিটি উদ্যোগ নেবে। সমন্বয় সাধনের জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের এই কমিটিতে রাখা হয়েছে। ICLS প্রকল্পে বিনিয়োগকারীদের বেশ কিছু ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। Stamp Duty ও Registration Fee-তে পুরো ছাড় দেওয়া হবে। বাণিজ্যিকভাবে কাজ শুরুর পর থেকে ৫ বছর পর্যন্ত বিদ্যুৎ মাশুলের ওপর সরকারি ডিউটি ছাড় দেওয়া হবে। পুরো ছাড় দেওয়া হয়েছে লেবার সেসের ওপর।

Tags :
10 Thousand Crore Rupees InvestmentInternet Cable Landing StationMamata BanerjeeRegistration FeeStamp Dutywest bengal
Next Article