OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাজ্য বাজেটের আগেই জারি হয়ে গেল ১০০ দিনের মজুরি প্রদানের বিজ্ঞপ্তি

১০০ দিনের কাজের ক্ষেত্রে বাংলার বঞ্চিত ২১ লক্ষ মানুষের টাকা প্রদানের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
05:22 PM Feb 06, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে কথা দেন সেই কথা তিনি রাখেন। কিছুদিন আগেই কলকাতার রেড রোডের ধর্না মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ঘোষণা করেছিলেন, ‘১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) বাংলার যে সব মানুষেরা কাজ করেও তাঁদের হকের টাকা পাননি সেই ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি(Wages of 21 Lakhs Job Card Holders) ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব।’ পরে নবান্ন সূত্রে জানা গিয়েছিল এই ২১ লক্ষ মানুষের মজুরি বাবদ প্রায় ৪ হাজার কোটি টাকা প্রদানের ব্যবস্থা রাখা হচ্ছে রাজ্যের বাজেটে(State Budget)। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে সেখানে এই টাকার সংস্থান রাখা হবে। এদিন অবশ্য দেখা গেল সেই বাজেটের আগেই বিজ্ঞপ্তি(Notification) জারি হয়ে গেল ১০০ দিনের কাজের ক্ষেত্রে বাংলার বঞ্চিত ২১ লক্ষ মানুষের টাকা প্রদানের জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। যে কথা তিনি দেন, সেই কথা তিনি রাখেন। এবারেও সেটা তিনি করে দেখালেন।

বস্তুত রেড রোডের ধর্নার দ্বিতীয় দিনই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁর সরকারই রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এই বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তাই এবার তোড়জোড় শুরু হয়ে গেল রাজ্যের প্রশাসনিক মহলে। গতকাল রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কী ভাবে এবং কত দিনের মধ্যে এই কাজ এগোবে। নবান্ন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় রাজ্য সরকার। তাই এদিন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এক দম নিচু স্তর থেকে ওপর তলা পর্যন্ত কী ভাবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ঠিক করা হয়েছে আগামিকাল অর্থাৎ বুধবার ১০০ দিনের কাজ করা ‘বঞ্চিত’ প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলাশাসকেরা। তারপর বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। আগামী ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। ১৯ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। ২১ ফেব্রুয়ারির মধ্যেই ওই ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই টাকা।

Tags :
100 Days Work ProjectMamata BanerjeeNotificationState BudgetWages of 21 Lakhs Job Card Holders
Next Article