OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

৪ জেলার জেলা শাসক পদের জন্য গেল ১২জনের নাম

৪টি জেলার জেলা শাসকদের পদ পূর্ণ করার জন্য যে ১২জন আধিকারিকের নাম পাঠানো হয়েছে তাঁরা সকলেই IAS Cadre’র অফিসার।
04:54 PM Mar 21, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দেশে লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষিত হয়ের গিয়েছে। সঙ্গে সঙ্গে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধিও। একই সঙ্গে দেশের সব রাজ্যের এবং কেন্দ্রশাসিত এলাকার সব প্রশাসন চলে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের(ECI) আওতায়। এই অবস্থায় রাজ্যে রাজ্যে প্রশাসনিক স্তরে লাগাতার ধাক্কা দিয়ে চলেছে কমিশন। কিছুদিন আগেই বাংলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে কমিশন। সেই ঘটনার রেশ কাটার আগেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে কমিশন এক বিজ্ঞপ্তি জারী করে রাজ্যের ৪টি জেলার জেলা শাসকদের(District Magistrates) তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে নবান থেকে ১২জন IAS আধিকারিকের(IAS Officers) নাম পাঠিয়ে দেওয়া হল জাতীয় নির্বাচন কমিশনের কাছে। সেখান থেকেই ৪টি জেলার জন্য ৪জন আধিকারিকের নাম বেছে নেবে কমিশন। সেই বাছাই ৪জনকেই কমিশন ৪টি জেলার জেলা শাসক পদে নিয়োগের নির্দেশ দেবে রাজ্য প্রশাসনকে(West Bengal State Administration)। সেই নির্দেশ পেয়েই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য প্রশাসন।

এদিন সকালে বাংলার ৪টি জেলার জেলা শাসকদের সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে জাতীয় নির্বাচন কমিশন। এই ৪টি জেলা হল – পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান। যে ৪জন জেলা শাসকের ওপরে কমিশনের কোপ নেমে এসেছে এরা হলেন – পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানভির আফজল, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল অগ্রওয়াল, বীরভূমের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি এবং পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধানচন্দ্র রায়। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই ৪ জেলার জেলাশাসকেরা কেউই কেন্দ্রীয় প্রশাসনিক কৃত্যক বা IAS Cadre’র অফিসার নন। তাঁরা ৪জনই রাজ্য প্রশাসনিক কৃত্যক বা WBCS থেকে পদোন্নতি পেয়ে IAS হয়েছেন। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হল। তাই নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৪টি জেলার জেলা শাসকদের পদ পূর্ণ করার জন্য যে ১২জন আধিকারিকের নাম পাঠানো হয়েছে তাঁরা সকলেই IAS Cadre’র অফিসার।

Tags :
District MagistratesEciGeneral Election 2024IAS Officers.West Bengal State Administration
Next Article