For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ভয়াবহ টর্নেডোর আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ২৩

07:06 PM May 28, 2024 IST | Srijita Mallick
ভয়াবহ টর্নেডোর আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ২৩
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যাঞ্চলে  আঘাত হেনেছে ভয়াবহ টর্নেডো। আর তার জেরে  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে প্রাণ হারিয়েছেন ২৩ জন। সাত অঙ্গরাজ্যের প্রায় তিন লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

রবিবার (২৬ মে)  মার্কিন যুক্তরাষ্ট্রে আরকানসাস, টেক্সাস এবং ওকলাহোমা-সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে টর্নেডো সহ বেশ কিছু ছোট-বড় ঝড়। এরফলে ঝড়ের প্রচণ্ড দাপটে রীতিমতো তছনছ হয়ে গিয়েছে অঙ্গরাজ্যগুলি। এই মূহুর্তে দেশটির বিভিন্ন স্থানে উদ্ধারকার্য চলছে। টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ডালাসের উত্তরের ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন প্রায় ২৩ জন। তাদের মধ্যে আরকানসাসে আটজন, টেক্সাসে সাতজন, ওকলাহোমায় দুজন ও কেন্টাকিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, এই ভয়াবহ টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে। এছাড়া ঝড়ের এমন দাপটে অনেক এলাকায় আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর গভর্নরের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
Tags :
Advertisement