For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সোনারপুরের ৫ লক্ষ মানুষকে পানীয় জল দিতে বরাদ্দ ৪৯২ কোটি টাকা

রাজপুর-সোনারপুর পুরসভার প্রায় ৫ লক্ষ মানুষের কাছে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে।
11:12 AM Nov 27, 2023 IST | Koushik Dey Sarkar
সোনারপুরের ৫ লক্ষ মানুষকে পানীয় জল দিতে বরাদ্দ ৪৯২ কোটি টাকা
Courtesy - Google and Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ শহরতলির রাজপুর-সোনারপুর পুরসভার(Rajpur Sonarpur Municipality) প্রায় ৫ লক্ষ মানুষের কাছে এবার পৌঁছে যেতে চলেছে বিশুদ্ধ পানীয় জল। কেন্দ্র সরকারের অম্রুত প্রকল্পের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। কত বাড়িতে এই পরিষেবা দিতে হবে, তা নিয়ে সমীক্ষা করেছিল সোনারপুরের পুরসভা। তাতে যে রিপোর্ট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, ৩৫টি ওয়ার্ডে(Wards) ১ লক্ষ ২০ হাজারের মতো বাড়িতে জল সরবরাহ করতে হবে। তাতে সব মিলিয়ে উপকৃত হবেন প্রায় ৫ লক্ষ মানুষ(People)। এই প্রকল্পের বাস্তবায়নের প্রথম ধাপের কাজ শেষ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে, ১৯টি ওভারহেড ট্যাঙ্ক(Over Head Tank) এবং ৩টি ভূগর্ভস্থ জলাধার(Underground Reservoir)। এবার শহরের ৩৫টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। তার জন্য টেন্ডার ডাকার কাজও হয়েচ গিয়েছে। প্রকল্পের কাজের জন্য ৪৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

রাজপুর-সোনারপুর পুরসভায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সেখানকার পুরসভা রাস্তায় টাইম কলের মাধ্যমে জল দিলেও বাড়ি বাড়ি সংযোগ দিতে পারেনি। এর জন্য বেশ কয়েক বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়। গার্ডেনরিচের ভূতঘাট থেকে গঙ্গার জল তুলে শোধন করে জলাধার ও ট্যাঙ্কে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরেই শহরে ১৯টি ওভারহেড ট্যাঙ্ক এবং ৩টি ভূগর্ভস্থ জলাধার তৈরি হয়েছে। ওই সব ওভারহেড ট্যাঙ্ক থেকেই পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে। এখন সেই দিনের অপেক্ষায় রয়েছেন রাজপুর-সোনারপুর পুরসভার বাসিন্দারা। তাঁদের দাবি, ‘অনেকদিন ধরেই এই প্রকল্পের কাজ হচ্ছে। আমরা চাই দ্রুত জল পরিষেবা শুরু হোক। টাইম কলের জলের ওপর সব সময়ে নির্ভর করা যায় না। জল কিনতে হয়। প্রকল্প চালু হলে সেই খরচ কমবে।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement