For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঢেউচা-পাঁচামির ৬০০ জমিদাতা পাচ্ছেন চাকরি, নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সভা করবেন সিউড়িতে। সেই সভা থেকেই তিনি ঢেউচা-পাঁচামির জমিদাতা ৬০০জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন।
12:20 PM Feb 15, 2024 IST | Koushik Dey Sarkar
ঢেউচা পাঁচামির ৬০০ জমিদাতা পাচ্ছেন চাকরি  নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী
Courtesy - Google and Facebook.
Advertisement

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ১৭ ও ১৮ তারিখ বীরভূম(Birbhum) জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কলকাতা থেকে ১৭ তারিখ তিনি হেলিকপ্টারে করে বোলপুরে(Bolpur) আসবেন। সেখানে বাউল বিতান পর্যটন কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে কিংবা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিনি সভা করবেন জেলা সদর সিউড়ির(Suri) বুকে। সেখানকার চাঁদমারি মাঠে তিনি সরকারি পরিষেবা প্রদান করার পাশাপাশি জয়দেবে অজয় নদের ওপর নির্মীত নয়া সেতুর উদ্বোধন কবেন। একই সঙ্গে এই সভা থেকে ঢেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের(Deucha Pnachami Coal Mine Industry) জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। একই সঙ্গে থাকছে জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন। সূত্রের খবর কেষ্ট থুড়ি অনুব্রত মণ্ডল হীন বীরভূম জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন দলনেত্রী।

Advertisement

মুখ্যমন্ত্রী এই জেলা সফরে যে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের নজর থাকবে তার মধ্যে অন্যতম হল ঢেউচা-পাঁচামি প্রকল্পের জন্য জমিদাতা পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া এবং ২৪’র ভোটের আগে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে মমতার বৈঠক। মুখ্যমন্ত্রী এই সফর ঘিরে ইতিমধ্যেই জেলা প্রশাসনে জোর তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বীরভূমে বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তার উদ্বোধন ও শিলান্যাস সাধন করবেন। সঙ্গে জেলাবাসীকে একাধিক সুযোগসুবিধা প্রদান করবেন। তবে দলীয় সূত্রে খবর, তিনি আলাদা করে দলের জেলা কোর কমিটি ও অন্যান্য কয়েকজন নেতা, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। কেষ্ট গড়ে দলের কর্মসূচি কীভাবে কোন পথে চালানো যায়, তা নিয়ে তিনি দিশা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামও থাকতে পারেন বলেই জানা গিয়েছে। লোকসভা ভোটের রণকৌশল এবার কোন সুরে তিনি বাঁধেন, সেদিকেও নজর থাকবে সবার। মমতার জেলাসফরের খবরে চাঙ্গা বীরভূমের তৃণমূল কংগ্রেসের নিচুস্তরের কর্মী-সমর্থকরা। তাঁদের আশা প্রশাসনিক সভার পাশাপাশি তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের আলাদা করে কিছু মূল্যবান পরামর্শ দেবেন। মমতার দেখানো পথেই ভোটের প্রচার, কর্মসূচিগুলি হবে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement