For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দিঘায় জালে ১৫০ কেজি ওজনের কই ভোলা, কত দামে বিক্রি হল জানেন?

05:12 PM Nov 08, 2023 IST | Subrata Roy
দিঘায় জালে ১৫০ কেজি ওজনের কই ভোলা  কত দামে বিক্রি হল জানেন
Advertisement

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দিঘা মোহনায় এল ১৫০কেজি ওজনের কই ভোলা।যা দেখতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।প্রায় ৭০ হাজার টাকায় দরে নিলাম ওঠে মাছটির দাম। ওড়িশার পারাদীপ থেকে এক মৎস্য ব্যবসায়ী বুধবার দিঘা মোহনায় মাছটিকে নিয়ে আসে। মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়।

Advertisement

গভীর সমুদ্রে(Sea) পাওয়া যায় এই ধরনের বিশাল আকৃতির মাছ। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়।মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।কই ভোলা মাছ (Bhola Fish)দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দীঘার(Digha) পর্যটকেরাও।দীঘা মোহনা বাজারে ১৫০কেজি কই ভোলা নিমেষে খবরের সেটা নামে উঠে আসে।

Advertisement

প্রতিদিনের মতো বুধবার দীঘা মোহনায় মাঝিদের নৌকা আসে। এদিন ওড়িশার (Orissa)পারাদীপ থেকে এক মৎস্য ব্যবসায়ী দীঘা মোহনায় মাছটিকে নিয়ে আসে। মাছ পৌঁছানোর পর রীতিমতো শোরগোল পড়ে যায় দীঘা মোহনায়। উল্লেখ্য, এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়।মন্দার বাজারে কালীপুজোর আগে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।কই ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছিলেন দীঘার পর্যটকেরাও। মাছটি নিলামে প্রায় ৭০ হাজার টাকায় দর উঠে। বিশাল আকৃতি এই মাছটির সঙ্গে সকলে সেলফি ছবিও তোলে নিজের মোবাইল ফোনে।

Advertisement
Tags :
Advertisement