For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

হইচইয়ে আসছে একঝাঁক নয়া ওয়েবসিরিজ, তালিকায় আছে বিজয়া, পরিণীতি

এরপর কিছুদিনের বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। বিরতি কাটিয়ে ফিরছেন অভিনেত্রী, তবে এবার ধারাবাহিক নয়, ওয়েব সিরিজে। এই সিরিজে তাঁর চরিত্রের নাম অপালা।
07:06 PM Apr 15, 2024 IST | Sushmitaa
হইচইয়ে আসছে একঝাঁক নয়া ওয়েবসিরিজ  তালিকায় আছে বিজয়া  পরিণীতি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গতকাল গিয়েছে পয়লা বৈশাখ। আর বাঙালির নববর্ষ মানেই সবকিছুর নতুন শুরু। তা ব্যবসা হোক বা নতুন সিনেমা। গতকাল পয়লা বৈশাখ উপলক্ষে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছে বাঙালির প্রায় ওয়েব প্লাটফর্ম 'হইচই' (Hoichoi)। যেখানে রয়েছে, পরিচালক দেবালয় ভট্টাচার্য্যের 'বোকাবাক্সতে বন্দি' থেকে শরৎচন্দ্রের পরিণীতি, পাওলির গুটিপোকা, সায়ন্তন ঘোষালের 'বিজয়া' প্রভৃতি। ছোটপর্দা কে বিদায় জানিয়ে এখন পুরোপুরি ওয়েব সিরিজে মনোযোগ দিয়েছেন শোলাঙ্কি রায়।এছাড়াও প্রত্যেকটি ওয়েবসিরিজেই থাকবেন টলিউডের সেরা মুখ।

Advertisement

এছাড়াও ছবি গল্পেও থাকবে একাধিক চমক।বোকাবাক্সতে বন্দি সিরিজের প্রধান ভূমিকায় থাকবেন, অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। তাঁকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকে। যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। তবে সিরিয়ালের মাঝ থেকেই তিনি বেরিয়ে যান। এরপর কিছুদিনের বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। বিরতি কাটিয়ে ফিরছেন অভিনেত্রী, তবে এবার ধারাবাহিক নয়, ওয়েব সিরিজে। এই সিরিজে তাঁর চরিত্রের নাম অপালা। শোলাঙ্কির বিপরীতে থাকবেন অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)।

Advertisement

সিরিজে অভিনেত্রীর চরিত্রেই অভিনয় করছেন তিনি। তবে আচমকাই তাঁর জীবন কিভাবে নয়া মোড় নেবে, সেটাই ছবির মূল উপজীব্য। অন্যদিকে সায়ন্তন ঘোষাল-এর নতুন এই সিরিজে সায়ন্তনের অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় কে (Swastika Mukherjee)। সিরিজের অন্যান্য চরিত্রে থাকবেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee) ও দেবদত্ত রাহা (Debdutta Raha)-কে। একরাশ স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠান বিজয়া। কিন্তু ছেলে দেশে ফিরে আত্মহত্যা চেষ্টা করেন এবং কোমায় চলে যান। এরপর নিজের জীবন কিভাবে পাল্টে যায় বিজয়ার, সেটাই গল্পের মুখ্য বিষয়বস্তু। এপ্রিল থেকে শুরু হবে ওয়েবসিরিজগুলির সম্প্রচার, চলবে সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement
Tags :
Advertisement