OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ভারতের জয়ের আনন্দে গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেলেন ক্রিকেটপ্রেমী যুবক

T-20 বিশ্বকাপের ফাইনালে ভারত পা রাখার আনন্দে এদিন গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেলেন সৌরভ চট্টোপাধ্যায়(৪০) নামে এক যুবক।
11:37 AM Jun 28, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপের পরে T-20 বিশ্বকাপের(T-20 World Cup) ফাইনালে উঠল Team India। বৃহস্পতিবার রাতে গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ১০ বছর বাদে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। ২০১৪ সালে শেষবারের মতো T-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল Team India। বিশ্বসেরার তকমার লড়াইয়ে আগামী শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। কিন্তু ভারতের এই জয়ের আনন্দই হুগলি জেলার(Hooghly District) উত্তরপাড়ার(Uttarpara) বুকে এক ক্রিকেটপ্রেমীর জীবন হসেষ হয়ে গেল। T-20 বিশ্বকাপের ফাইনালে ভারত পা রাখার আনন্দে এদিন গঙ্গা স্নানে নেমে তলিয়ে(Drowned in Ganges) গেলেন সৌরভ চট্টোপাধ্যায়(৪০) নামে এক যুবক।

জানা গিয়েছে, গতকাল রাতে T-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেই উত্তরপাড়ার আর কে স্ট্রিটের বাসিন্দা সৌরভ বাড়ির লোকেদের জানিয়ে দিয়েছিলেন এদিন সকালে তিনি গঙ্গা স্নানে যাবেন। সেই মতো এদিন ভোরে তিনি উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে চলে যান। সেখানেই জোয়ারের জলে তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সৌরভের বন্ধু পুলিশ এবং পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। পরে গঙ্গা থেকে সৌরভের দেহ উদ্ধার হয়। গতকাল গভীর রাত পর্যন্ত জেগে ভারত-ইংল্যান্ড T-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখেন সৌরভ। আর ভোরে উঠেই এদিন এক বন্ধুর সঙ্গে গঙ্গাস্নানে চলে যান তিনি। সৌরভ রেলের কর্মচারী ছিলেন।

এদিন ঘটনা প্রসঙ্গে সৌরভের প্রতিবেশী আশিস ঘোষাল জানিয়েছেন, ‘সৌরভ সাঁতার জানত না। তা সত্ত্বেও গঙ্গায় স্নান করতে নেমেছিল। ঘাটে শ্যাওলা জমে আছে, যথেষ্ট পিচ্ছিল। সাঁতার না জেনে গঙ্গাস্নান করতে নামা উচিত নয়। সচেতনতার অভাবেই বারবার এই ঘটনা ঘটছে।’ সৌরভের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া। উল্লেখ্য, গত কয়েক মাসে উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলিতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল। আর তার জেরে প্রশ্ন উঠেছে কেন, স্থানীয় প্রশাসন গঙ্গার ঘাটগুলিতে কেন নজরদারি চালাচ্ছে না বা সতর্কীকরণ কোনও বোর্ড বসাচ্ছে না! তাতে অন্তত কিছু জীবনহানির ঘটনা ঠেকানো যাবে।

Tags :
Drowned in GangesHooghly District.T-20 world cupTeam IndiaUttarpara
Next Article