For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অখিলেশের সঙ্গে বৈঠকে অভিষেক, কী কথা হল দুই মহারথীর!

দিল্লিতে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের বাড়িতে বৈঠকে বসেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আছেন ডেরেক ও ব্রায়েনও।
10:43 AM Jun 06, 2024 IST | Koushik Dey Sarkar
অখিলেশের সঙ্গে বৈঠকে অভিষেক  কী কথা হল দুই মহারথীর
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বুধ সন্ধ্যার INDIA’র বৈঠকে হাজির ছিলেন দুইজনই। তবে সেখানে নিজেদের মধ্যে আলাদা করে কোনও কথা হয়নি। কিন্তু এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালেই একজনের বাড়িতে পৌঁছে গেলেন অন্যজন। এদিন সকাল ১০টা নাগাদ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) চলে গেলেন দিল্লিতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী(SP) সুপ্রিমো অখিলেশ যাদবের(Akhilesh Yadav) বাড়িতে। সেখানেই দুই রথী মুখোমুখি হন। চলে বৈঠকও। অভিষেকের সঙ্গে এদিন গিয়েছেন, তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও। তবে দুই রথীর ঠিক কোন বিষয় নিয়ে বৈঠক হচ্ছে তা এখনও সামনে আসেনি।

Advertisement

কংগ্রেসের পরে বিরোধী জোট INDIA-কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তাঁরা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধ সন্ধ্যায় INDIA জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত তাঁরা কেন্দ্রে সরকার গড়ার উদ্যোগ নেবেন না। বদলে তাঁরা ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে দেশের মানুষের জন্য কাজ করবেন এবং কেন্দ্রের ক্ষমতায় আসা নয়া সরকারের কাছ থেকে তাঁরা তাঁদের দাবি আদায় করার দিকে নজর দেবেন। এদিন সকালে অখিলেশের বাড়িতে গিয়ে অভিষেকের সেই বৈঠককে এদিন অনেকেই সেই বিরোধী ঐক্যেরই প্রতিফলন হিসাবেই দেখছে। যদিও দুই দলের তরফেই জানানো হয়েছে, এই বৈঠক নেহাৎ ‘সৌজন্য সাক্ষাৎ’।

Advertisement

Advertisement
Tags :
Advertisement