For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দলের জনপ্রতিনিধিদের আরও ‘নম্র ও দায়িত্বশীল’ হওয়ার বার্তা অভিষেকের

সোহমের বিরুদ্ধে এক রেস্তরাঁ মালিককে মারধর করার অভিযোগ ওঠার পরে পরেই দলের সর্বস্তরে নম্রতার বার্তা দিয়েছেন অভিষেক।
11:18 AM Jun 10, 2024 IST | Koushik Dey Sarkar
দলের জনপ্রতিনিধিদের আরও ‘নম্র ও দায়িত্বশীল’ হওয়ার বার্তা অভিষেকের
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) বিধায়ক তথা টলি অভিনেতা সোহম চক্রবর্তীর(Sohom Chakrabarty) বিরুদ্ধে সম্প্রতি এক রেস্তরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছে। তারপরে পরেই রবিবার একটি ট্যুইট করে দলের সব জনপ্রতিনিধিদের আরও ‘নম্র ও দায়িত্বশীল’ হওয়ার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এবার লোকসভা ভোটে বিপুল জয়ের পাশাপাশি গত বারের চেয়ে আসন বাড়িয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু সোহমের ঘটনার জেরে এবার জোড়াফুল নেতৃত্ব দলের জনপ্রতিনিধিদের কার্যত সংযত হওয়ারই বার্তা দিয়ে দিল। অভিষেক তাঁর ট্যুইটে(Tweet) লিখেছেন, ‘জয় নম্র এবং বিনয়ী হতে শেখায়। আমি তৃণমূলের সব নেতা এবং সদস্যদের অনুরোধ করছি, জনতা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তাকে স্বীকৃতি দিয়ে সম্মান প্রদর্শনের চেষ্টা করুন’। তাঁর সংযোজন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিরা জনতার রায়ের কাছে ঋণী এবং তাঁদের আরও দায়িত্বশীল ভাবে কাজ করা উচিত।’ 

Advertisement

অভিষেক যখন এই বার্তা দিয়েছেন, তখন রাজ্য রাজনীতিতে সোহমের কাণ্ডের ফুটেজ ঘিরে এখন বেশ ভালই বিতর্ক তৈরি হয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, নিউটাউনের একটি রেস্তরাঁয় কথা কাটাকাটির পরে সেখানকার মালিককে মারধর করছেন সোহম। রেস্তরাঁ মালিকের বিরুদ্ধে ‘দুর্ব্যবহারের’ পাল্টা অভিযোগ করেছিলেন বিধায়ক। সংশ্লিষ্ট রেস্তরাঁর মালিক আবার অভিযোগ করেছিলেন, নিজেকে ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে মারধর করেছেন সোহম। ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে সোহম দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের পাশাপাশিই নতুন সাংসদ-সহ দলের সর্বস্তরে নম্রতার বার্তা দিয়েছেন অভিষেক। এর আগে শনিবার টেকনো সিটি থানায় রেস্তরাঁর ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন সোহমের বিরুদ্ধে। সোহম পাল্টা অভিযোগ দায়ের করেছেন হোটেলের মালিকের বিরুদ্ধে। তাঁর দাবি, ঘটনার পুরো ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসেনি। ঘটনার একাংশের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সোহমের আরও দাবি, আগে হোটেলের মালিক, কর্মীদের তরফেই আক্রমণ করা হয়েছে। রবিবার ওই রেস্তরাঁ মালিক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন।

Advertisement

Advertisement
Tags :
Advertisement