For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মুখ্যমন্ত্রীর এক নির্দেশেই জলসুরাহা লোধা-শবরদের

পানীয় জলের সমস্যার সমাধানের কাজ শুরু হতে দেখে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন ঝাড়গ্রাম শহরের কাটাবাড়ি এলাকার লোধা শবররা।
09:43 AM Mar 02, 2024 IST | Koushik Dey Sarkar
মুখ্যমন্ত্রীর এক নির্দেশেই জলসুরাহা লোধা শবরদের
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই জঙ্গলমহল(Jungalmahal) জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ফেরার পথে পা রেখেছিলেন ঝাড়গ্রামে(Jhargram)। সেই সময়েই শুনেছিলেন শহরের লোধা-শবর(Lodha Shabar) বস্তিতে পানীয় জলের সমস্যার(Water Crisis) কথা। সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন জেলাশাসককে দ্রুত করতে হবে সমস্যার সমাধান। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশে খুশি হয়েছিলেন লোধা-শবররে। কার্যত মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাটাবাড়ি(Katabari) এলাকায় জল প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হয়। জেলা প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, দ্রুত এই জলপ্রকল্পের কাজ শেষ করে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। এখন সেই কাজ শুরু হতে দেখে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন ঝাড়গ্রাম শহরের কাটাবাড়ি এলাকার লোধা শবররা।

Advertisement

বাম জমানায় জঙ্গলমহলের লোধা শবরদের দুরাবস্থার কথা ছড়িয়ে পড়েছিল গোটা দেশেই। জঙ্গলমহল উত্তপ্ত হয়ে ওঠার পিছনেও লোধা শবরদের অনুন্নয়ন অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। পরিবর্তনের পরে মমতা সেই জঙ্গলমহলের ক্ষোভ প্রশমনের পাশাপাশি উন্নয়নের দিকেও নজর দেন। সেই সূত্রেই লোধা শবরদের উন্নয়নের জন্য বাড়তি পদক্ষেপ করতে শুরু করেন তিনি। তাঁর হাত ধরেই ২০১৯ সালে লোধা-শবর সমীক্ষা শুরু হয়। জঙ্গলমহলের ৪টি জেলায় খুব কম করেও ১ লক্ষ লোধা-শবর পরিবার রয়েছে। জঙ্গলমহল সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার, কুড়মি, লোধা, শবর, বাগদী-সহ বিভিন্ন জনজাতি সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে জনজাতিদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে লোধা শবরদের জন্য ২ কোটি টাকার একটি বাড়তি তহবিলও বরাদ্দ করেন। এরপরে সফরে বেড়িয়ে ঝাড়গ্রামে পা রাখতেই তাঁর সামনে আসে লোধা-শবরদের জল সমস্যার কথা।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি রাজবাড়ি সংলগ্ন কাটাবাড়ি মাঠে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পরেই সেখানে ভিড় করে থাকা জনতার দিকে এগিয়ে যান তাঁদের সঙ্গে কথা বলতে। সেই সময়েই মুখ্যমন্ত্রীর কাছে লোধা-শবররা জানান, ‘আমাদের জলের সমস্যা আছে। এখানে একটা পানীয় জলের পাম্প বসালে ভালো হয়।’ তা শুনেই মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়ে জানান, ‘জলের কল করা হবে।’ পাশাপাশি জেলা শাসক সুনীল অগ্রওয়ালকে নির্দেশ দেন, সমস্যার সমাধান করতে। সেই নির্দেশ মতো শুক্রবার সকাল থেকেই কাটাবাড়ি এলাকায় একটি জলপ্রকল্পের কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে, যা দেখে হাসি ফুটেছে লোধা-শবরদের মুখে। জেলা প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে। এখানে জলস্টোরেজের ব্যবস্থাও রাখা হচ্ছে। বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।

Advertisement
Tags :
Advertisement