For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

Air India-কে ৮০ লক্ষ টাকা জরিমানা, কিন্তু কেন?

05:51 PM Mar 22, 2024 IST | Srijita Mallick
air india কে ৮০ লক্ষ টাকা জরিমানা  কিন্তু কেন
Advertisement

 নিজস্ব প্রতিনিধিঃ পাইলট, ক্রুদের সুরক্ষা নির্দেশিকা লঙ্ঘন করায় এয়ার ইন্ডিয়াকে জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) । জানা গিয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। DGCA বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে,’গত জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়া  পাইলট, ক্রুদের সুরক্ষা নিয়ম লঙ্ঘন করেছে। সেই জন্যই জরিমানা দিতে হবে বিমান সংস্থাকে।‘

Advertisement

এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া ৬০ বছর বয়সী বিমানকর্মীকে নিয়ে যাত্রা করে। যা ১৯৩৭ সালের এয়ারক্রাফট রুলস-এর রুল ২৮এ এর উপবিধি (২)-কে লঙ্ঘন করে। এই আইনে রয়েছে,’ বিমান সেবিকাদের সাপ্তাহিক বিশ্রাম,   ultra-long range (ULR) বিমানের আগে এবং পরে পর্যাপ্ত বিশ্রামের কথা । আর এই নিয়ম যদি কোন বিমান সংস্থা না মানে তাহলে জরিমানার হওয়ার সম্ভাবনা থাকে।‘ সেই কারণেই এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

উল্লেখ্য, এই প্রথম নয় চলতি বছর ২৯ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করে DGCA। গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনার পর এয়ার ইন্ডিয়াকে সাতদিনের মধ্যে জবাবদিহি করার নির্দেশ দেয় DGCA। আর এই নির্দেশের পরেই লাখ লাখ টাকা জরিমানা বিমান সংস্থার। এবার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১ মাসের মধ্যে ফের জরিমানা হল এয়ার ইন্ডিয়ার।

Advertisement
Tags :
Advertisement