For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’, রাহুলের ন্যায় যাত্রায় হুঙ্কার অখিলেশের

04:53 PM Feb 25, 2024 IST | Srijita Mallick
‘বিজেপি হটাও  দেশ বাঁচাও’  রাহুলের ন্যায় যাত্রায় হুঙ্কার অখিলেশের
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ  আসন্ন লোকসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে জোট বেঁধেছেন কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। এই জোটের পরেই উত্তরপ্রদেশে  রাহুলের ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ –য় যোগদান করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি প্রথম প্রধান বিরোধী নেতাদের মধ্যে একজন যিনি রাহুলের এই যাত্রায় যোগদান করলেন।

Advertisement

এদিন ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ –য় যোগদানের পর অখিলেশ বলেন,’ প্রথমে  আমি জনগণকে ধন্যবাদ জানাতে চাই।  আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানো।  যা বিজেপি ধ্বংস করে দিয়েছে। এই নির্বাচনে বিজেপি হটাও, দেশ বাঁচাও।‘ একথায় কংগ্রেসের সঙ্গে জোট বাধার পরেই ‘বিজেপি হটাও’ ডাক দিলেন সমাজবাদী পার্টির নেতা ।  

Advertisement

উল্লেখ্য, গত ২১ শে ফেব্রুয়ারি কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরপ্রদেশে লোকসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে জোটের ঘোষণা করে।  উত্তরপ্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, রাজ্যের ৮০টি আসনের মধ্যে ১৭টিতে লড়বে মল্লিকার্জুন খাড়গের দল। আর ৬৩টি আসনে লড়বে সমাজবাদী পার্টি ও তার সঙ্গীরা। মধ্যপ্রদেশেও হাতে হাত মিলিয়ে লড়বে দুই দল। ওই রাজ্যে ২৮ আসনে লড়বে কংগ্রেস। খাজুরাহো আসনে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি।উত্তরপ্রদেশে কংগ্রেসকে যে ১৭টি আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলি হল-অমেথি, রায়বরেলি, কানপুর (শহর), ফতেপুর সিক্রি, বাঁশগাঁও, সাহরানপুর, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, বারাণসী, আমরোহা, ঝাঁসি, বুলন্দশহর, গাজিয়াবাদ, মথুরা, সীতাপুর, বারাবাঁকি ও দেবরিয়া। প্রথমে মোরদাবাদ নিয়ে জেদ ধরলেও পরে সমাজবাদী পার্টির চাপে ওই আসনের দাবি ছেড়ে দিয়েছে কংগ্রেস। ওই আসনে অখিলেশের দলই লড়বে।

Advertisement
Tags :
Advertisement