For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সব দফতরকে খরচ করা অতিরিক্ত অর্থের হিসাব দেওয়ার নির্দেশ

জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে রাজ্য বাজেট। পেশ হবে Vote on Account বাজেট।
01:05 PM Dec 14, 2023 IST | Koushik Dey Sarkar
সব দফতরকে খরচ করা অতিরিক্ত অর্থের হিসাব দেওয়ার নির্দেশ
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) বাজেট অধিবেশনের(Budget Session) প্রস্তুতি শুরু করে দিল নবান্ন(Nabanna)। মঙ্গলবার অর্থ দফতর(Finance Department) থেকে জারি হওয়া এক নির্দেশিকার পরেই আগামী বছরের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সেই নির্দেশিকায় সব দফতরের জন্য রয়েছে একটি বিশেষ নির্দেশ। সেই নির্দেশে বলা হয়েছে, চলতি আর্থিক বছরে কোনও দফতরে কাজ করতে গিয়ে যদি বাজেট বহির্ভূত ভাবে অর্থ খরচ হয়ে থাকে, তবে সেই খরচের কথা আগামী বছর ১৫ জানুয়ারির মধ্যে অর্থ দফতরকে জানাতে হবে। তারপরেই সেই খরচের পরিমাণ আগামী বছরের বাজেটের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। অর্থ দফতরের এমন নির্দেশিকার পর প্রশাসনিক মহলের একাংশ ধরে নিচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে রাজ্য বাজেট। তাই এই নির্দেশিকা জারি হওয়ার পর বুধবার থেকেই তৎপরতা শুরু হয়েছে রাজ্য সরকারের(West Bengal State Government) সব দফতরে।

Advertisement

আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। তাই ‘Vote on Account’ বাজেট পেশ করবে কেন্দ্র সরকার। যদিও, লোকসভা ভোটের কারণে রাজ্য সরকারগুলির Vote on Account বাজেট করা বাধ্যতামূলক নয়। এ ক্ষেত্রে রাজ্য সরকারগুলির ওপর নির্ভর করছে, তারা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, না কি Vote on Account করে পরে পূরণাগ বাজেট পেশ করবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মাত্র তিন দিনের বাজেট অধিবেশন বসিয়েছিল রাজ্য। সে বারও Vote on Account করে পরে পূর্ণাঙ্গ বাজেট করা হয়েছিল। এ বারও তেমনই হবে বলেই নবান্ন সূত্রে খবর। এ বার রাজ্য সরকার বাজেট অধিবেশনের আগে যথেষ্ট সাবধানে পদক্ষেপ নিতে চায়। তাই প্রতিটি দফতরকে বাজেট বহির্ভূত খরচ নিয়ে স্পষ্ট এবং স্বচ্ছ হিসাবে রাখতে বলেছে অর্থ দফতর। সব দফতরকে কমপক্ষে এক মাসের সময় দেওয়া হয়েছে হিসাব দাখিল করতে। কারণ লোকসভা ভোটে কেন্দ্রের শাসকদল বিজেপি, বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নিজেদের তরফে ভোট চাইতে পারে। তাই শাসকদলের লক্ষ্য হবে অন্তত বাজেট নিয়ে যাতে বিজেপি কোনও রকম সুর না চড়াতে পারে।

Advertisement

তাই এ বার বাজেটের অনেক আগেই দফতরগুলিকে স্বচ্ছতা বজায় রেখে যাবতীয় হিসাবে দাখিল করতে বলা হয়েছে। প্রশাসনিক মহলের একটি সূত্র জানাচ্ছে, ১৫ জানুয়ারির মধ্যে সব দফতরের হিসাব অর্থ দফতরের কাছে জমা পড়ে গেলে, তা ভাল করে খতিয়ে দেখবেন অর্থ দফতরের শীর্ষ আধিকারিকেরা। তারপরেই সেই খরচ করা অর্থের পরিমাণ জায়গা পাবে আগামী বছরের রাজ্য বাজেটে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই নির্দেশগুলি কার্যকর করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে। এ ক্ষেত্রে যাতে কোনও রকম ঢিলেমি বা গাফিলতি না চোখে পড়ে সেই বিষয়েও অর্থ দফতরের আধিকারিকেরা আলাদা করে কথা বলেছেন বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।

Advertisement
Tags :
Advertisement