OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আধারকান্ডে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ মতুয়ারা, প্রস্তুতি আন্দোলনের

এবার বাংলার মাটিতে বিজেপি আর মোদি সরকারের বিরুদ্ধে পাল্টা গণআন্দোলন গড়ে তুলতে চলেছে মতুয়ারা। নেতৃত্বে All India Matua Maha Sangha। 
12:09 PM Feb 19, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের একের পর এক জেলায় আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিস আসতে শুরু করায় আমজনতার মধ্যে একটা ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছেন তাঁদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গতকালই জানিয়ে দিয়েছেন, কারও আধার কার্ড(Aadhar Card) বাতিল হলেই তাঁর রেশন বন্ধ করে দেওয়া হবে না। এমনকি রাজ্য সরকারের কাছ থেকে তিনি বা তাঁর পরিবার যে সব আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পান তার সবকিছুই বজায় থাকবে। এই প্রসঙ্গে তিনি দ্রুত একটি পোর্টাল চালুরও নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিবকে। তবে এই আধার কার্ড বাতিলের ঘটনায় এখন বিজেপি আর কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের ওপর রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাংলার মতুয়া সমাজের বড় অংশই। তাঁদের ধারনা, একুশের ভোটের পর থেকে যেভাবে মতুয়ারা তৃণমূলে(TMC) ফিরতে শুরু করে দিয়েছেন তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসাবেই কেন্দ্র সরকার তাঁদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে। আর তাই এবার বাংলার মাটিতে বিজেপি(BJP) আর মোদি সরকারের বিরুদ্ধে পাল্টা গণআন্দোলন গড়ে তুলতে চলেছে মতুয়ারা। নেতৃত্বে All India Matua Maha Sangha। 

উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলার মাটিতে যে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছিল তার পিছনে কাজ করেছিল ৪টি ভোট ব্যাঙ্ক। সেগুলি হল – রাজবংশী, আদিবাসী, তপশিলী এবং মতুয়া। দীর্ঘদিন ধরেই এ রাজ্যের নানা জেলায় বসবাস করা মতুয়ারা নাগরিকত্বের দাবি জানিয়ে আসছেন। যদিও তাঁদের প্রায় সকলেরই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের তরফে বার বার তাঁদের বলা হয় আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড থাকায় তাঁরা এমনিতেই নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়ে গিয়েছেন। নাগরিক হিসাবে স্বীকৃতি না পেলে তাঁরা এই সব সুযোগ সুবিধা পেতেন না। এমনকি কোনও সরকারি প্রকল্পের সুবিধাও তাঁরা পেতেন না। রাজ্য সরকার তো তাঁদের বসত জমির পাট্টাও দিচ্ছে। তাই আর কেউ বলতেও পারবে না যে তাঁরা নাগরিক নন। বিজেপি শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাঁদের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়ে কার্যত প্রতারণা করে চলেছে। ভোট এলেই ঝুলি থেকে নাগরিকত্ব প্রদানের কথা বলে ক্যা ক্যা জুড়ে দেয়। তবে এর পরেও মতুয়ারা আশাবাদী ছিল যে বিজেপি আর কেন্দ্রের সরকার তাঁদের নাগরিকত্ব দেবে। কিন্তু আধার কার্ড বাতিলের যেভাবে হিড়িক পড়ে গিয়েছে এবং যেভাবে পূর্ব বাংলা থেকে আসা মানুষদের বেছে বেছে চিঠি পাঠানো হচ্ছে তা দেখে রীতিমত ক্ষুব্ধ মতুয়ারা।

গত লোকসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্কের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করেছিল। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার প্রতিশ্রুতি পালন না করায় তারা মুখ ফেরাতে শুরু করেছে। সেকারণেই আধার কার্ড বাতিল করে পাল্টা চাপের কৌশল নেওয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন তাঁরা। আর তাই All India Matua Maha Sangha’র নেতৃত্বে লোকসভা নির্বাচনের মুখে বিজেপি আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলন শুরু করতে চলেছে মতুয়ারা। All India Matua Maha Sangha’র দাবি, উনিশের লোকসভা ভোটের আগে বিজেপি মতুয়াদের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে তার কোনওটা‌ই কার্যকর হয়নি। এখন যারা ৪০-৫০বছর আগে এদেশে এসেছেন তাঁদের কার্ডও নিষ্ক্রিয় করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।

মূলত পূর্বপুরুষদের বাংলাদেশ থেকে আসা পরিবারের সদস্যদেরই আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিস আসছে। তাঁদের ভারতে থাকার জন্য উপযুক্ত নথি নেই বলে ওই নোটিসে উল্লেখ করা হয়েছে। যদিও প্রশাসনের দাবি, এভাবে একতরফাভাবে কারও কার্ড বাতিল করা যায় না। এদেশে থাকার জন্য যথেষ্ট প্রমাণপত্র আছে কিনা তা দেখানোর সুযোগ দেওয়া উচিত। নোটিসে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সেটাতেও ফোন করা যাচ্ছে না। তাই তাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আন্দোলন শুরু করতে চলেছেন। বিজেপি সরকার ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। সেকারণেই তারা চাপ দিতে চাইছে। মতুয়াদের জন্য ওরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। এখন দেশছাড়া করার ছক কষছে। বিজেপি সরকার পরিকল্পনা করে কার্ড বাতিল করছে। এভাবে ভয় দেখিয়ে ভোট আদায় করা যায় না।

Tags :
Aadhar CardAll India Matua Maha SanghaBJPMamata BanerjeeTmc
Next Article