OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

প্রকাশ্য মঞ্চেই 'কল্কি'র প্রযোজকের পা ছুঁয়ে প্রণাম বিগ বি-র

যখন তাকে মঞ্চে ডাকা হয়, বচ্চন দত্তের প্রশংসা করা থেকে নিজেকে আটকাতে পারেননি। বচ্চন বলেন, 'সে সেটে সবচেয়ে সরল মানুষ ছিলেন, এবং অভিনেতাদের নিয়ে সবসময়ই চিন্তিত থাকতেন।'
02:33 PM Jun 20, 2024 IST | Susmita

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, যত বড় মাপের মানুষই হয়ে যাও না কেন, গুরুজনদের দেখলে সম্মান, শ্রদ্ধাবোধ কখনই ভুলে যেতে নেই। যত বড়ই হয়ে হয়ে যাও কেন, গুরুজনদের সম্মান দেওয়াটা প্রত্যেক মানুষের পারিবারিক শিক্ষার একটি অংশ। তবে শ্রদ্ধার মানুষ শুধু বয়সে বড় হলেই হতে হবে, তা কিন্তু একেবারে নয়! কখনও কখনও বয়সে ছোট হলেও সে সম্মানে বড় হয়ে যায়। যাই হোক, গতকাল মুম্বইতে হয়ে গেল বহু প্রতীক্ষিত সিনেমা কল্কি 2898 খ্রিস্টাব্দের ট্রেলার লঞ্চ ইভেন্ট। বহুদিন ধরে

অপেক্ষা করানোর পর অবশেষে আগামী মাসেই ছবি মুক্তি পেতে চলেছে। যাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন, দীপিকা পাড়ুকোন, প্রভাস। আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, অমিতাভ বচ্চন, কমল হাসান প্রমুখ। গতকাল ট্রেলার লঞ্চ ইভেন্টে তারকামহল সকলেই উপস্থিত ছিলেন। বিশেষ করে, দীপিকা পাড়ুকোন তাঁর মিষ্টি বেবি বাম্প নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিশ্রুতি রেখেছেন। তাঁর ছোট্ট বেবি বাম্পের সেই সকল ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত ফেব্রুয়ারি মাসে মা হওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং-কে বিয়ের ৬ বছর পর মা হতে চলেছেন নায়িকা। কালো পোশাকে এসেছিলেন দীপিকা। মাতৃত্বকালীন গ্ল্যামার তাঁর চোখ-মুখে স্পষ্ট ছিল। তবে বেবি বাম্প নিয়ে স্বাভাবিকভাবেই তিনি সাবলীলভাবে হাঁটতে পারছিলেন না।

কিন্তু তাঁকে মঞ্চে নিয়ে যেতে খোদ সাহায্য করেছিলেন অমিতাভ বচ্চন এবং প্রভাস। এদিকে এরকম অন্তঃসত্ত্বা অবস্থায় হাই হিল জুতো পরাতে অভিনেত্রীর অনেকেই সমালোচনা করেন। যাই হোক, গতকাল কল্কি-র ট্রেলার লঞ্চ ইভেন্টে আরও এক ঘটনা ঘটেছিল। কল্কি 2898 খ্রিস্টাব্দের প্রযোজক এবং বৈজয়ন্তী মুভিজের মালিক সি আসওয়ানি দত্তও দর্শকদের মধ্যে ছিলেন। যখন তাকে মঞ্চে ডাকা হয়, বচ্চন দত্তের প্রশংসা করা থেকে নিজেকে আটকাতে পারেননি। বচ্চন বলেন, "সে সেটে সবচেয়ে সরল মানুষ ছিলেন, এবং অভিনেতাদের নিয়ে সবসময়ই চিন্তিত থাকতেন।" এরপরেই প্রকাশ্য মঞ্চের মধ্যেই মেগাস্টার তাঁর পা ছুয়ে প্রণাম করতে গিয়েছিলেন। দৃশ্যত, অমিতাভের এহেন আচরণকে সবাই কুর্নিশ জানান। মঞ্চে তিনি কমল হাসানেরও প্রশংসা করেন। সবার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন অমিতাভ। কল্কি 2898 খ্রিস্টাব্দের প্রথম দিনের প্রথম শোয়ের টিকিটটি অমিতাভ বচ্চনকে উপহার দেওয়া হয়েছিল, যিনি পরে এটি কমল হাসানের কাছে হস্তান্তর করেছিলেন।

Tags :
Amitabh Bachchan touches Kalki 2898 AD producer's feet
Next Article