For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

স্বামী থাকতেও অবাঙালি পুরুষের প্রেমে মজে অপরাজিতা আঢ্য, কেসটা কী?

সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে, তা কি অপরাধ? সেই গল্পই নিজেদের কাহিনী দিয়ে ফুটিয়ে তুলবেন শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র। একজন বাঙালি, অন্যজন অবাঙালি।
03:24 PM Apr 21, 2024 IST | Sushmitaa
স্বামী থাকতেও অবাঙালি পুরুষের প্রেমে মজে অপরাজিতা আঢ্য  কেসটা কী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভালবাসার সত্যি কোনও বয়স নেই, ধর্ম নেই, জাতপাত নেই! পেছনে কি হবে, না হবে, সম্পর্কের ভবিষ্যত কি, তা এড়িয়েই দুটি মানুষ ভালবেসে ফেলে একে অপরকে, হয়ে যায় মন দেওয়া-নেওয়া! কিন্তু পরে বিয়ের সময় ঘনিয়ে আসলেই, শুরু হয়ে যায় সমাজের ঠাট্টা-মন্দ। হ্যাঁ, এবার এমন কথাই বলতে আসবে অভিনেত্রী মানসী সিংহের প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। অভিনয়ে নিজেকে পুষ্ট করে এবার পরিচালকের আসনে নিজেকে পাকাতে চলেছেন মানসি সিংহ। যদিও অনেকদিন ধরেই ছবিটি চর্চায় রয়েছে।

Advertisement

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মানসী সিংহ। কৌতুক অভিনয়ের পাশাপাশি সব ধরনের চরিত্রেই তিনি সমান সাবলীল। যদিও পরিচালনায় হাতেখড়ি দিয়েই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। তবে সেইসব ঝামেলা মিটিয়ে প্রকাশ পেল 'এটা আমাদের গল্প'-এর ট্রেলার।ভালবাসার কি সত্যিই কোনও বয়স হয়? সেই প্রশ্নই তুলেই ছবির কাহিনী বেঁধেছেন মানসী। যেখানে মুখ্যভূমিকায় অভিনয় করবেনঅপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত ছবির মূল গল্প, সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতে একটা বয়সের পরে সত্যি মানুষ একা হয়ে যান। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে, তা কি অপরাধ? সেই গল্পই নিজেদের কাহিনী দিয়ে ফুটিয়ে তুলবেন শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র। একজন বাঙালি, অন্যজন অবাঙালি।

Advertisement

দুজনের মধ্যে বেমানান অনেক কিছুই, কিন্তু সবকিছু পেরিয়ে কীভাবে তাঁরা কাছাকাছি আসবেন, সেটাই ছবির মুল উপজীব্য। তাঁদের সম্পর্ক মেনে নিতে পারবে না, সমাজ পরিবার কেউই। ছবিতে আরও চরিত্রে অভিনয় করবেন, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee), তারীণ জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত ও সন্দীপ ভট্টাচার্য, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়। ছবি রিলিজ করবে আগামী ২৬ এপ্রিল।

Advertisement
Tags :
Advertisement