OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ছুটির আবেদন করতে হবে Online মাধ্যমে, বাধ্যতামূলক April থেকে

রাজ্য সরকারের সব ধরনের কর্মচারীদের ছুটির আবেদন বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে Online মাধ্যমে। April মাস থেকে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।
10:11 AM Mar 16, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) জন্য একটি নিয়ম এবার বাধ্যতামূলক করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, আগামী April মাস থেকে রাজ্য সরকারের সব ধরনের কর্মচারীদের ছুটির আবেদন(Leave Application) বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে Online মাধ্যমে। রাজ্য সরকার যে HRMS Portal চালু করেছে, সেই পোর্টালের মাধ্যমেই ছুটির জন্য Online মাধ্যমে আবেদন জানাতে হবে। রাজ্যের অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের সব দফতরের সব কর্মীদের জন্যই এই নিয়ম লাগু হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, HRMS Portal আগেই চালু হয়ে গিয়েছে। সেখানে আগে থেকেই রাজ্য সরকারের সব দফতরের সরকারি কর্মীদের ছুটির আবেদন জমা পড়া শুরু হয়। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন জমা পড়ছিল। তার জেরেই এবার April মাস থেকে তা বাধ্যতামূল করে দেওয়া হচ্ছে।  

নবান্ন সূত্রের খবর, অফলাইনে ছুটির আবেদন জমা পড়ার ক্ষেত্রে ছুটির হিসেবে গরমিল হচ্ছে। একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় সর্বোচ্চ ৩০০ দিনের ছুটির বেতন পেতে পারেন। তার জন্য ওই সংখ্যক ছুটি জমা থাকতে হয়। কিন্তু এরকম ঘটনাও ঘটছে, যেখানে ছুটির হিসেব ঠিকমতো না থাকার সুযোগ নিয়ে অবসরের সময় এই খাতে বেশি টাকা কেউ কেউ  পেয়ে যাচ্ছেন। এর পিছনে সরকারি অফিসে কোনও চক্র সক্রিয় থাকার ব্যাপারও উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল। রাজ্যের অর্থ দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে অনলাইনে কর্মীদের ছুটির হিসেব ঠিক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। HRMS Portal-এ আবেদন করার পর ছুটি কীভাবে অনুমোদন করা হবে, সেটাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই নয়া নিয়মের পাশাপাশি গতকাল রাজ্য সরকারের তরফে উৎসব ভাতার কথাও ঘোষণা করা হয়েছে। এবার উৎসব বোনাস(Festive Bonus) ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। গত কয়েক বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎসব ভাতার পরিমাণ বাড়িয়ে চলেছে। এবারে একধাপে তা ৭০০ টাকা বাড়ানো হল। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সকল সরকারি কর্মীদের বেতন ৪২,০০০ টাকার নীচে, তাঁরাই এই ভাতা পাবেন। যে সমস্ত Group-B এবং Group-C কর্মীরা অনেকদিন থেকে চাকরি করছেন এবং যাঁদের মাইনে বেড়ে ৪২০০০ পার করেছে তাঁরাও এই অ্যাডহক বোনাস পাবেন না। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মীরাও মাথাপিছু ৫ হাজার ৩০০ টাকা করে অ্যাডহক বোনাস পেয়ে থাকেন। এবার তাঁরাও ৬ হাজার টাকা করেই পাবেন।

Tags :
Festive Bonus.HRMS PortalLeave ApplicationMamata BanerjeeOnlineWest Bengal State Government Employees.
Next Article