For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অরুন্ধতীর অস্ত্রোপচারে প্রয়োজন বিপুল অর্থ, খোঁজ নেয়নি তামিল ইন্ডাস্ট্রির কেউ

তিনি এতটাই গুরুতর আহত যে গতকাল পর্যন্ত চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে, তাঁর ব্রেন ডেড হতে পারে। তবুও, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বা এর নদীগার সঙ্গমের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।'
12:15 PM Mar 20, 2024 IST | Sushmitaa
অরুন্ধতীর অস্ত্রোপচারে প্রয়োজন বিপুল অর্থ  খোঁজ নেয়নি তামিল ইন্ডাস্ট্রির কেউ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই শোনা যায়, ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় তামিল অভিনেত্রী অরুন্ধতী নায়ার। কোনও শুটিং থেকে ভাইয়ের সঙ্গে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। বর্তমানে তিনি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। খুবই সঙ্কটজনক অবস্থা তাঁর। সম্প্রতি অভিনেত্রীর পরিবার জানিয়েছেন, অরুন্ধতীর অস্ত্রোপচার করতে আর্থিক সহায়তার প্রয়োজন। সেই টাকা জোগাড় করার উপায় তাঁদের নেই। ১৪ মার্চ রাতে অরুন্ধতী তাঁর ভাইয়ের সঙ্গে একটি বাইকে বাড়ি ফিরছিলেন। যখন তারা তাঁদের বাড়ির কাছে তিরুবনন্তপুরমে এসে পৌঁছন, তখন অটোর সঙ্গে ধাক্কা লাগে তাঁদের বাইকের। অবিলম্বে অনন্তপুরী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।

Advertisement

কিন্তু তার ভাই সামান্য চোট পাওয়ার দরুণ তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অভিনেত্রীর চোট সাংঘাতিক থাকায় তাঁকে ভেন্টিলেশনের সাহায্যে রাখতে হয়। খবরটি ভাইরাল হওয়া সত্ত্বেও, তামিল শিল্প থেকে কেউ অভিনেত্রীকে সাহায্য করতে আসেননি। অরূন্ধতী নায়ার 'থেনড্রাল ভান্ধু এন্নাই থোডুম' এবং 'ইরামানা রোজাভে'-এর মতো তামিল সিরিয়ালে তার ভূমিকার জন্য পরিচিত। অভিনেত্রীর একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন,
“অরুন্ধতী তামিলে পাঁচটি চলচ্চিত্রে মহিলা প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি এতটাই গুরুতর আহত যে গতকাল পর্যন্ত চিকিৎসকরা সন্দেহ করেছিলেন যে, তাঁর ব্রেন ডেড হতে পারে। তবুও, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বা এর নদীগার সঙ্গমের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।"

Advertisement

আরও পরুনঃ ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনার পরে ভেন্টিলেশনে তামিল অভিনেত্রী

তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন অরুন্ধতী। এখনও পর্যন্ত একটি মালায়ালম ছবিতে অভিনয় করেছেন তিনি, সুতরাং তাঁর ভবিষ্যত উজ্জ্বল। অরুন্ধতীর বোন আরতি পিটিআইকে বলেছেন যে, যখন পরিবার এবং বন্ধুরা আহত অভিনেতার জন্য তহবিল সংগ্রহের প্রচার শুরু করেছিল, তখন তাদেরকে ট্রোল করা হচ্ছে। আরতিও, একজন অভিনেত্রী। তবে অরুন্ধতী তার পরিবারের একমাত্র উপার্জনকারী। কিন্তু তিনি কোটি টাকা আয় করতেন না। অরুন্ধতীর হাত এবং কলার হাড়ও ভেঙে গিয়েছে, তাঁর অস্ত্রোপচারের জন্যে ৫ লক্ষ টাকার প্রয়োজন। এমনকি তাঁর মাথায়ও চোট লেগেছে, এই কারণে অভিনেত্রীর মস্তিষ্কের অস্ত্রোপচারের প্রয়োজন। তাই এখন তাঁর চিকিৎসার জন্যে অর্থের প্রয়োজন।

Advertisement
Tags :
Advertisement