For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিকাশ নিজের ইমেজের কথা ভাবুন, কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

06:13 PM Mar 05, 2024 IST | Subrata Roy
বিকাশ নিজের ইমেজের কথা ভাবুন  কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজের ইমেজের কথা ভাবুন। আমার ইমেজ খারাপ হলে আমি বুঝব। ওনাকে ভাবতে হবে না। মঙ্গলবার স্বেচ্ছায় পদত্যাগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রসঙ্গে এই মন্তব্য করেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Avijit Gangopadhay)। সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিকাশরঞ্জন ভট্টাচার্য বলছেন, আপনি যেভাবে স্বেচ্ছায় বিচারপতি পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলেন এতে আপনার ইমেজ ক্ষুন্ন হবে। তাতেই একদা আইন পেশায় সিনিয়র প্রসঙ্গে এই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরো জানান, আগে থেকেই তিনি বিজেপির সঙ্গে কথা বলেছিলেন ,যোগাযোগ রাখছিলেন।

Advertisement

বৃহস্পতিবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে জয়েন করছেন তিনি বলে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সিপিএমের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি ধর্মও ঈশ্বরের বিশ্বাস করি। তাই ওদের সঙ্গে জয়েন করি নি। কংগ্রেস দল প্রসঙ্গে এবং সেখানে যুক্ত না হওয়ার বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুক্তি হল জাতীয় কংগ্রেস একটা পরিবার কেন্দ্রিক দল ।তাই ওইখানে জয়েন করিনি। কিন্তু একজন ব্যক্তি বিচারপতির চেয়ারে থাকাকালীন তিনি কি করে বিজেপির সঙ্গে যোগাযোগ করে এবং সেই দলে যুক্ত হয়ে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করছিলেন তার কথা হয়েছে এবং তিনি সেখানে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেন এবং তাদের কথা মতই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।

Advertisement

তৃণমূল কংগ্রেসকে বেনজির ভাবে আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'তালপাতার সেপাই' নামক শব্দ প্রয়োগ করে নজিরবিহীন ভাবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কুৎসা করতে শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। এমনকি সন্দেশখালি ঘটনা সিবিআই কে তদন্তের জন্য দেওয়া উচিত বলে সাংবাদিক সম্মেলনের শেষে মন্তব্য করতেও শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তারই মন্তব্যের পরে  হাইকোর্টে প্রধান বিচারপতি সন্দেশখালিকান্ডে(Sandeshkhali) শেখ শাহজাহানকে  সিবিআই হেফাজতে দেওয়ার এবং বেশ কয়েকটি মামলার তদন্ত সিবিআইকে(CBI) দিয়ে করানোর নির্দেশ জারি করেন।

Advertisement
Tags :
Advertisement