For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মেটিয়াবুরুজের পর এবার বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পরল বাড়ি

05:34 PM Mar 19, 2024 IST | Subrata Roy
মেটিয়াবুরুজের পর এবার বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পরল বাড়ি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, হুগলি: মেটিয়াবুরুজের পর এবার হুড়মুড়িয়ে পুরোনো বাড়ি ভেঙে পড়ল বৈদ্যবাটিতে। হুগলি জেলার বৈদ্যবাটিতে মঙ্গলবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ি।আহত বাড়ি ভাঙার কাজে নিযু্ক্ত দুই শ্রমিক।গার্ডেনরিচে(Gardenrich) বহুতল ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই বৈদ্যবাটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়।বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের(G T Road) ওপর একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল।হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ।কর্মরত ২ জন শ্রমিক আহত হন।তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয়রা জানান,একটুর জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল।খবর পেয়ে ঘটনাস্টলে আসে শ্রীরামপুর থানার(Sreerampur P.S.) পুলিশ।ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। কোনরকম নিরাপত্তার ব্যবস্থা ছিলনা,বাড়ি ভাঙা হলে রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের দূর্ঘটনা না ঘটে।

Advertisement

বাড়িটি অনুমতি নিয়ে ভাঙ্গা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে।অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙ্গার কথা।যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেটিয়াবুরুজে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর গোটা রাজ্যেই তৎপর প্রশাসন। তার মধ্যেই বৈদ্যবাটির এই ঘটনা নতুন করে চিন্তায় ফেলেছে হুগলি জেলার প্রশাসনকে।

Advertisement
Tags :
Advertisement