OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

২৪’র ভোটের আগেই রাজ্যের জেলায় জেলায় মেলা পার্বণ

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস জন্য এবং কারিগর এবং তাঁতিদের জিনিস বিক্রির জন্যই এই মেলা পার্বণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
05:36 PM Feb 10, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা কয়েক দিন মাত্র। সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের প্রথম দিকেই আসন্ন লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্বাচনের প্রাক্কালে রাজ্যের জেলায় জেলায় মেলা আয়োজনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরকে(Department of Small and Cottage Industries) এই মেলা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি। এই দফতরের উদ্যোগেই রাজ্যের জেলায় জেলায় গ্রামাঞ্চলকে কেন্দ্র করে এই মেলা পার্বণের(Rural Fair Festival in Every Districts) আসর বসতে চলেছে। শুধু আয়োজনের বিষয়ই নয়, মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ ১৫ মার্চের মধ্যেই সেই সব মেলার আয়োজন সেরে ফেলতে হবে। মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Groups) হাতে তৈরি করা বিভিন্ন জিনিস বিক্রির জন্য এবং কারিগর(Artisans) এবং তাঁতিদের(Handloom and Khadi Weavers) জিনিস বিক্রির জন্যই এই মেলা পার্বণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

জানা গিয়েছে, জেলায় জেলায় এই যে মেলা হবে তার মধ্যে শিলিগুড়ি, বোলপুর ও দুর্গাপুর এই ৩ শহরে হবে রিজিওনাল মেলা। তবে সেই ৩ মেলা জেলার মেলাগুলির সঙ্গে আয়োজিত হবে না। জেলার মেলা শেষ হয়ে গেলে তখন এই ৩ জায়গায় রিজিওনাল মেলা। উল্লেখ্য, দুই দিন আগে পেশ হওয়া রাজ্য বাজেটেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির পাশাপাশি কারিগর এবং তাঁতিদের কল্যাণে একাধিক সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। যেমন উপজাতি সদস্য দ্বারা পরিচালিত Local Area Multipurpose Societies বা LAMPS’র অন্তর্ভুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ২৫,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের এই রকম ১০ হাজার স্বনির্ভর গোষ্ঠী এই আর্থিক সুবিধা পেতে চলেছে। এর জন্য বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। এরফলে ১ লক্ষেরও বেশি উপজাতি সম্প্রদায়ের মহিলারা উপকৃত হবেন। আবার কারিগর এবং তাঁতিদের কল্যাণে West Bengal Artisans Financial Benefit Scheme’র মাধ্যমে যন্ত্রপাতি কেনা, শেড নির্মাণ এবং বিপণনের জন্য একজন কারিগর এককালীন ১৫ হাজার টাকা এবং শিল্প সমবায় সমিতি ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার কথা বলা হয়েছে। চলতি অর্থবর্ষে ২ লক্ষ কারিগর এর আওতায় আসছেন। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। আগামী ৪ বছরে আরও ৮ লক্ষ কারিগর এর আওতায় আসবেন।

সেই সঙ্গে কারিগর এবং তাঁতিদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত কারিগর বা তাঁতির প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন, এই কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে। শুধু ঘোষণাই নয়, ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে এই খাতে ৬০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। একই সঙ্গে West Bengal Handloom and Khadi Weavers Benefit Scheme 2024’র মাধ্যমে Primary Weaver Cooperative Societies, ২০০ খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের ৩টি সহায়তা প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে।ীই ৩টি সুবিধার অন্যতম হল Primary Weaver Cooperative Societies’র NPA Account-গুলির এককালীন সেটলমেন্ট করা হবে। এছাড়াও ২০০ খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের মূলধনী সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের ভর্তুকিযুক্ত সুতো দেবে রাজ্য সরকার। এরফলে রাজ্যের ৪ লক্ষ তাঁতি উপকৃত হবেন। সেই কারণে এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব শেষে তাঁদের জিনিস বিক্রির সুনিধা প্রদানের জন্য মেলার আয়োজনের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে।

Tags :
ArtisansDepartment of Small and Cottage IndustriesHandloom and Khadi Weavers.Mamata BanerjeeRural Fair Festival in Every DistrictsSelf Help Groups
Next Article