For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বেলেঘাটায় পচা গলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

09:41 PM Mar 05, 2024 IST | Subrata Roy
বেলেঘাটায় পচা গলা দেহ উদ্ধার  তদন্তে পুলিশ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় পচা গলা দেহ উদ্ধার। খোকন পাঁচাল,বয়স ৬৫,কাঠের মিস্ত্রি। ১৩২/৬ বেলেঘাটা মেইন রোডের(Beleghata Main Road) বাসিন্দা। একাই থাকতেন। নিয়মিত মদ্যপান করতেন বলে দাবী প্রতিবেশীদের। গত ৩-৪ দিন ধরে বাড়ির বাইরে বের হননি। সোমবার সন্ধ্যার পর থেকে গন্ধ পেতে শুরু করেন প্রতিবেশীরা। প্রতিবেশীরা জানালা থেকে দেখার চেষ্টা করতেই মৃতদেহ চোখে পড়ে। ঘরের মধ্যে টিভি চলছিল। বেলাঘাটা থানায়(Beleghata P.S.) খবর দিলে পুলিশ এসে গেটের তালা ভেঙে দেহ উদ্ধার করে।

Advertisement

দেহ পোস্ট মর্টেমের জন্য পাঠিয়েছে। এক মেয়ে আছেন, হাওড়াতে থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে।এদিকে, মঙ্গলবার সকালে বেহালায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুট মার্চ শুরু। বেহালা থানা এলাকার বিভিন্ন রোডে রুট মার্চ করল বিএসএফ(BSF)। বেহালা থানার আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এলাকায় ঘোরেন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এর আগে বাহিনী রাজ্যে চলে এসেছে। কলকাতাতেও জওয়ানদের বুটের আওয়াজ।

Advertisement

মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার রোড(Diamondharbour Road) ,জেমস লং সরণি সহ বিভিন্ন রোডে রুট মার্চ করল বিএসএফ। অন্যদিকে,হরিদেবপুর থানা এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। হরিদেবপুর থানার(Haridebpur P.S.) পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে করুণাময়ী সহ হরিদেবপুরের ব্যানার্জি পাড়া এলাকায় রুটমার্চ করল বিএসএফ জওয়ানরা। বিশেষ করে ব্যানার্জি পাড়া এলাকায় যেসব জায়গায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেইসব জায়গাতেই রুটমার্চ করল বিএসএফ জওয়ানরা। কথা বলল সাধারণ মানুষের সঙ্গে। ভোটারদের মনে ভীতি দূর করতে জওয়ানদের রুট মার্চ প্রকাশ্য রাস্তায়।

Advertisement
Tags :
Advertisement