OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সাঁকরাইলের গাঁজাকাণ্ডে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির, ভাইরাল ছবি

লোকসভা নির্বাচনের মুখে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির। দলেরই জনপ্রতিনিধির ঘরে নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্বও।
10:02 AM Jan 14, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: শনি দুপুরে হাওড়া জেলার(Howrah District) সদর মহকুমার সাঁকরাইল ব্লকের(Snakrail Block) কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের(Kandua GP) বিজেপি সদস্যা রূপা রায়ের নবঘড়া সর্দারপাড়ার বাড়ি থেকে প্রায় ৪১ কেজি গাঁজা উদ্ধার(Ganja Recovery Incident) করে হাওড়া পুলিসের গোয়েন্দা বিভাগ ও সাঁকরাইল থানা। সেই ঘটনায় পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় ওরফে নাদু সহ ৩ জনকে গ্রেফতারও(BJP Leader Arrest) করেছে পুলিশ। সেই নাদুর সঙ্গে এখন একাধিক হেভিওয়েট বিজেপি নেতার ছবি ভাইরাল হয়েছে নানান সোশ্যাল মিডিয়ায়। আর তার জেরে এখন লোকসভা নির্বাচনের মুখে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির(Bengal BJP)। দলেরই জনপ্রতিনিধির ঘরে নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে পড়েছে হাওড়া জেলা বিজেপি নেতৃত্বও। তবে তাঁদের দাবি, তাঁদের জনপ্রতিনিধির পরিবারকে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশের দাবি ওই মহিলা জনপ্রতিনিধি ও তাঁর স্বামী গাঁজা পাচারের ব্যবসা করতেন। একই সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্বেরও দাবি, আগেই পুলিশকে জানানো হয়েছিল ওই মহিলা ও তাঁর স্বামী গাঁজা পাচারের ব্যবসায় জড়িত। তখন পুলিশ কান দেয়নি। গাঁজা পাচারের ব্যবসার টাকা ছড়িয়েই ভোটে জিতেছেন ওই মহিলা।

উল্লেখ্য, সম্প্রতি গোপন সূত্রে গোয়েন্দাদের কাছে খবর আসে, কান্দুয়ার বিজেপি নেতা নিমাই রায় ওরফে নাদু এবং তাঁর স্ত্রী যিনি বিজেপির পঞ্চায়েত সদস্যা সেই রূপা রায়ের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। এমনকী স্থানীয় এলাকায় রমরমিয়ে চলছে ওই মাদকের ব্যবসা। প্রাথমিক তদন্তে এই সংক্রান্ত বেশ কিছু তথ্যও হাতে আসে তদন্তকারীদের। তার জেরেই শনিবার অভিযানে নামে পুলিশ। কান্দুয়ার নবঘড়া সর্দারপাড়ায় রূপাদেবীর বাড়ির পাশেই টালির ছাউনি করা একটি ঘর দেখে সন্দেহ বাড়ে পুলিস আধিকারিকদের। সেখানে তল্লাশি শুরু হতেই উদ্ধার হতে থাকে কেজি কেজি গাঁজার প্যাকেট। তারপরেই নাদু সহ ২ জনকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারির পরে পরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে নাদুর সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতাদের ছবি যা পদ্ম শিবিরে রীতিমত অস্বস্তি ছড়িয়ে দিয়েছে।

ঘটনার জেরে সাঁকরেল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা প্রিয়া পাল জানিয়েছেন, ‘যা ঘটেছে নিঃসন্দেহে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজার ব্যবসা চালাচ্ছে ওই বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে ওই এলাকায় প্রচারে গিয়ে বিষয়টি জানতে পারি। তখনই এই বিষয়টি প্রশাসনকে জানিয়েছিলাম। গাঁজা বিক্রির টাকা ছড়িয়ে ভোটে জেতানো হয়েছে রূপা রায়কে।’ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন রূপা। উল্টে এখন তাঁর দাবি, ‘আমার স্বামী অটো চালান। তিনি কোনওভাবেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নন। আমরা বিজেপি করি বলে ফাঁসানো হয়েছে।’

Tags :
Bengal BjpBJP Leader ArrestGanja Recovery IncidentHowrah DistrictKandua GPSnakrail BlockSukanta MajumdarSuvendu Adhikari
Next Article