For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

চিংড়িঘাটায় যুবক খুনে ভবানীপুর থেকে ধৃত আরো ১

06:00 PM Nov 28, 2023 IST | Subrata Roy
চিংড়িঘাটায় যুবক খুনে ভবানীপুর থেকে ধৃত আরো ১
Advertisement

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিধাননগরে যুবক খুনের ঘটনায় ধৃত আরোও এক। অভিযুক্তকে ভবানীপুর থেকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ(Bidhannagar Police)। অভিযোগ ঘটনার সময় বাঁশ দিয়ে মারধর করেছিল সাহেব আলীকে।শনিবার গভীর রাতে বিসর্জন এর গান বাজানো নিয়ে গোলমালকে ঘিরে বিধান নগরের শান্তিনগরে খুন হয় সাহেব আলী। অভিযোগ তাকে খুন করে বিট্টু সর্দার।

Advertisement

রবিবার স্থানীয় জনতা বিট্টুকে ধরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়। পুলিশ বিট্টুকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) পাঠানো হয়। এবার সাহেব আলী(Saheb Ali) খুনে গ্রেফতার হল আরোও এক। নাম দীপঙ্কর হালদার (আলোক । তাকে ভাবনীপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, সাহেব আলী খুনের ঘটনা নিয়ে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ঘটনার রাতে ঝামেলার সময় এই দীপঙ্কর বাঁশ দিয়ে মারধর করে সাহেব আলীকে। এর পরেই পুলিশ তার খোঁজ শুরু করে। সূত্র মারফত খবর, পেয়ে ভবানীপুর(Bhownipur) থেকে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু সরদার গনপিটুনি খেয়ে আর জি কর হাসপাতালে ভর্তি রয়েছে পুলিশ - এর নজরদারিতে।

Advertisement
Tags :
Advertisement