For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য শিক্ষা দফতরের, লাভবান হবেন মেয়েরা

রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর কন্যাও Family Pension পাবে।
11:47 AM Feb 12, 2024 IST | Koushik Dey Sarkar
পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য শিক্ষা দফতরের  লাভবান হবেন মেয়েরা
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং ক্ষমতায়নের লক্ষ্যে আরও এক ধাপ পথ এগিয়ে গেল রাজ্য সরকার। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত এবার থেকে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের(State Aided University) অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের(Retired Pension Holder) মৃত্যুর পর তাঁর অবিবিবাহিতা, বিধবা বা ডিভোর্সি কন্যা(Unmarried, Widowed or Divorced Daughter) ২৫ বছরের বেশি বয়সি হলেই সে পারিবারিক পেনশন বা Family Pension পাবে। রাজ্য শিক্ষা দফতর(Higher Education Department of West Bengal) এই মর্মে রাজ্যের অর্থ দফতরকে প্রয়োজনীয় নথি পাঠানোর পরে পরেই এবার রাজ্যের অর্থ দফরত সেই মর্মে নির্দেশিকা জারি করে দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০০৮ সালে রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই মর্মে যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেইসময় শুধুমাত্র সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়েই এই সুবিধা দেওয়া হতো। কিন্তু এবার থেকে সেই সুবিধা মিলবে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়েও।

Advertisement

জানা গিয়েছে, ২০০৮ সালে রাজ্যের উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি দিয়েছিল তার মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর অবিবিবাহিতা, বিধবা বা ডিভোর্সি কন্যারা পারিবারিক পেনশন বা Family Pension’র সুযোগ পেতেন না। কিন্তু এবার থেকে সেই সুবিধা তাঁরা পাবেন। এতদিন এই ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পেনশন প্রাপকদের মধ্যে যে বৈষম্য ছিল তা মিটিয়ে দেওয়া হল। তার জেরেও এবার জীবনভর পারিবারিক পেনশন বা Family Pension পাবেন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যুর পর তাঁর অবিবাহিত এবং তাঁর ওপর নির্ভরশীল বিধবা মেয়েরাও। একই সুযোগ পাবেন সেইসব মেয়েরা, যাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে এবং যারা বাবার ওপর নির্ভরশীল ছিলেন। তবে সব অবিবাহিত, বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা পারিবারিক পেনশন বা Family Pension’র জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

Advertisement

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোন কোন শর্তে অবিবাহিত, বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরা পারিবারিক পেনশন বা Family Pension পাবেন। সেখানে বলা হয়েছে, বাবার ওপর নির্ভরশীল অবিবাহিত, বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের বয়স ২৫ পেরিয়ে গেলে তাঁরা জীবনভর পারিবারিক পেনশন বা Family Pension পাবেন ঠিকই কিন্তু সেক্ষেত্রে তাঁদের জীবনভর বৈবাহিক সম্পর্ক একই থাকতে হবে। অর্থাৎ যারা অবিবাহিত, তাঁরা যদি সারাজীবন অবিবাহিত থাকেন, তাহলেই তাঁরা জীবনভর এই পেনশন পাবেন। বিধবা এবং ডিভোর্স হয়ে যাওয়া মেয়েরাও আর বিয়ে করতে পারবেন না। তবেই মিলবে জীবনভর পেনশন।

Advertisement
Tags :
Advertisement