For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সৌমিত্রের তৃণমূল গমন ঠেকাতে পদ্মের চাল কেন্দ্রের মন্ত্রিত্ব

সৌমিত্রের তৃণমূলে যাওয়া ঠেকাতে বিজেপি তাঁকে কেন্দ্রের প্রতিমন্তড়ী করতে পারে। এমনই জল্পনা ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।
05:51 PM Jun 06, 2024 IST | Koushik Dey Sarkar
সৌমিত্রের তৃণমূল গমন ঠেকাতে পদ্মের চাল কেন্দ্রের মন্ত্রিত্ব
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলা(Bengal) থেকে বিজেপি(BJP) পেয়েছিল ১৮জন সাংসদ। সেই তালিকায় ছিলেন তৃণমূল(TMC) থেকে বিজেপিতে যাওয়া বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁও(Soumitra Khan)। ২০১৪ সালে তিনি ওই কেন্দ্র থেকেই প্রথমবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের প্রতীকে। বিজেপির সাংসদ হওয়ার পরেও গত ৫ বছরে অবশ্য তাঁর কপালে মন্ত্রীত্বের শিকে ছেঁড়েনি। কিন্তু এবার তা ছিঁড়লেও ছিঁড়তে পারে। কেন? এবার বিষ্ণুপুর থেকে সৌমিত্র বিজেপির প্রতীকে জয়ী হলেও সেই জয়ের ব্যবধান ৬ হাজারেরও কম ভোট। তিনি পরাস্ত করেছেন তাঁরই প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলকে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয়ী হয়ে সেই সৌমিত্রই বিজেপির রাজ্য নেতৃত্বকে তোপ দাগার পাশাপাশি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বেশ প্রশংসা করেছেন। এমনকি সুজাতার প্রশংসাও করতে শোনা গিয়েছে তাঁকে। আর তার জেরেই অনেকেরই ধারনা, তিনি খুব শীঘ্রই ফের তৃণমূলে ফিরতে চলেছেন।

Advertisement

সৌমিত্রকে ঘিরে এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন খোদ অভিষেক। সূত্রের খবর, বুধ সন্ধ্যায় দিল্লিতে বিজেপি বিরোধী INDIA জোটের বৈঠকেই তিনি জানিয়ে দেন, বাংলার ৩জন বিজেপি সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যদিও তাঁদের নাম তিনি খোলসা করেননি। তবে অনুমান ওই ৩ জনের ১ জন সৌমিত্র হলেও হতে পারেন। এই অবস্থায় বিজেপি নেতৃত্ব সৌমিত্রের তৃণমূল গমন ঠেকাতে তাঁকে কেন্দ্রের মন্ত্রীত্বে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে বলেই জানা গিয়েছে। ৩ বারের সাংসদ সৌমিত্রকে সম্ভবত কেন্দ্রের প্রতিমন্ত্রী করা হতে পারে। যদিও এই নিয়ে প্রকাশ্যে সৌমিত্র বা বিজেপি মুখ খুলছে না। তবে একই সঙ্গে এটাও সত্যি যে, যদি শেষপর্যন্ত নরেন্দ্র মোদি(Narendra Modi) কেন্দ্রে ফের সরকার গড়তে না পারেন, সেক্ষেত্রে শুধু সৌমিত্র কেন, বাংলা থেকে চলতি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে জেতা ১২জন সাংসদের অনেককেই পদ্মশিবির ধরে রাখতে পারবে না। সেই জল্পনা এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে। অভিষেক কার্যত সেই জল্পনার হাঁড়ির মুখটা খুলে দিয়েছেন।

Advertisement

Advertisement
Tags :
Advertisement