For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

Kachan Kannaya Express-এ ‘বুকিং’ ‘বাতিল’, অতিরিক্ত বাস NBSTC’র

৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত Kachan Kannaya Express বাতিলের কথা আনুষ্ঠানিক ভাবে বা সরকারি ভাবে ঘোষণা হয়নি এখনও।
12:05 PM Dec 07, 2023 IST | Koushik Dey Sarkar
kachan kannaya express এ ‘বুকিং’ ‘বাতিল’  অতিরিক্ত বাস nbstc’র
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভরা পর্যটনের মরশুম। অথচ অঘোষিত ভাবে সেই সময়েই বাতিল কলকাতার(Kolkata) দিক থেকে ডুয়ার্সে(Dooars) ঘুরতে যাওয়ার মূল ট্রেনটি। ট্রেন বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। কিন্তু ওই ট্রেনে আর টিকিট ‘বুকিং’ করা যাচ্ছে না। যাদের ‘বুকিং’ ছিল, তাঁদের সেই সব ‘বুকিং’ ‘বাতিল’ হতে শুরু করেছে। আর তার জেরেই মাথায় হাত পড়েছে পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীদের। এই অবস্থায় বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। কলকাতা থেকে শিলিগুড়ি(Silliguri) পর্যন্ত এবং শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস চালাবে রাজ্যের সরকারি বাস সংস্থা। যে ট্রেনটি বাতিক করার কথা বলা হচ্ছে তা হল শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশনগামী এবং আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদাগামী Kachan Kannaya Express। আর যে সংস্থাটি অতিরিক্ত বাস পরিষেবা দেবে সেটি হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা NBSTC।

Advertisement

রেল সূত্রে খবর, ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত Kachan Kannaya Express বাতিল করা হয়েছে। আপ ও ডাউন দুই ক্ষেত্রেই বাতিল হয়েছে। তবে ট্রেন বাতিলের কথা আনুষ্ঠানিক ভাবে বা সরকারি ভাবে ঘোষণা হয়নি এখনও। তবে নতুন করে টিকিট বুকিং করা যাচ্ছে না। একইসঙ্গে ওই দিনগুলির জন্য বুকিং হয়ে থাকা টিকিট বাতিল হয়ে যাচ্ছে। আর তাই পর্যটক থেকে যাত্রীদের মধ্যে ছড়িয়েছে বিস্তর বিভ্রান্তি। যদিও পূর্ব রেলের আধিকারিকদের দাবি, এ বিষয়ে বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে। কিন্তু পর্যটনের ভরা মরসুমে কেন আচমকা ট্রেন বাতিল করা হল, তার কোনও যথাযথ ব্যাখ্যা রেলের কাছে পাওয়া যায়নি। বাতিলের মেয়াদ আরও কয়েক দিন বাড়তে পারে বলেও রেল সূত্রে ইঙ্গিত মিলেছে। তার জেরে, ডুয়ার্সে বড়দিনের পর্যটনের ওপরে বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কেননা কলকাতা থেকে ডুয়ার্সে যেতে ওই ট্রেনটির ওপরেই ভরসা করেন অধিকাংশ পর্যটক। ডিসেম্বর মাসে ডুয়ার্স এবং পাহাড়ে সব থেকে বেশি পর্যটক আসেন। রিসর্ট, হোটেলগুলিতে বুকিং নেওয়ার কাজ শেষ। ট্রেন থেকে নামার পরে, বেড়ানোর গাড়ির বুকিংও হয়ে গিয়েছে। কিন্তু ট্রেন বাতিলের খবরে চিন্তায় পড়েছেন বিভিন্ন পর্যটন সংস্থার কর্তারা। চিন্তায় পর্যটকেরাও।

Advertisement

সূত্রের খবর, পূর্ব রেলের এলাকায় লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কিছু কাজ রয়েছে বলে ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলকারী আরও ৪১টি ট্রেনের রুট বদলানো হয়েছে বলেও উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। কেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে ঘুরপথে চালানোর ব্যবস্থা করা হল না, কেনই বা পর্যটনের সময় বাদ দিয়ে অন্য সময় এ কাজ করা হল না? এ সব প্রশ্নের অবশ্য উত্তর মেলেনি। তবে এই অবস্থায় ত্রাতার ভূমিকায় নামল সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন বাতিলের জন্য আম যাত্রীদের যাতে দুর্ভোগ না হয় এবং পর্যটকেরা যাতে হয়্রানির মুখে না পড়েন, সর্বোপরি ডুয়ার্সের পর্যটন শিল্প যাতে ধাক্কা না খায় তার জন্য North Bengal State Transport Corporation বা NBSTC অতিরিক্ত বাস চালাবে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে। দুই দিক থেকেই বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ৪টি করে অতিরিক্ত বাস চালানো হবে। অর্থাৎ ৯ ডিসেম্বর থেকে বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে কলকাতা থেকে শিলিগুড়ির পথে ৪টি এবং শিলিগুড়ি থেকে কলকাতার পথে ৪টি অতিরিক্ত বাস চালাবে NBSTC। যাত্রীদের চাপ বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে। একই সঙ্গে শিলিগুড়ি জংশন থেকে ডুয়ার্সে যাওয়ার জন্য অতিরিক্ত বাস ও ট্যাক্সির ব্যাবস্থাও রাখা হচ্ছে।

Advertisement
Tags :
Advertisement