For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিধান রায়ের বদলে চিকিৎসকের মানপত্রে আম্বেদকরের ছবি, বিতর্কে বৈদ্যবাটী পুরসভা

05:54 PM Jul 04, 2024 IST | Mainak Das
বিধান রায়ের বদলে চিকিৎসকের মানপত্রে আম্বেদকরের ছবি  বিতর্কে বৈদ্যবাটী পুরসভা
Advertisement

নিজস্ব প্রতিনিধি : পয়লা জুলাই প্রখ্যাত চিকিৎসক তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। প্রতি বছর এই দিনটি চিকিৎসকদের সম্মান জানাতে পালন করে বৈদ্যবাটী পুরসভা। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার চিকিৎসকদের দেওয়া মানপত্রে বড়সড় ভুল সামনে এল। মানপত্রে বিধানচন্দ্র রায়ের বদলে ছবি দেওয়া হয়েছে বি আর আম্বেদকরের। বিষয়টি সামনে আসার পরই ন়ড়েচড়ে বসে বৈদ্যবাটী পুরসভা। ভুলের জন্য চিকিৎসকদের কাছে ক্ষমা চেয়ে নেয় পুরসভা কর্তৃপক্ষ। ছবি বদল করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

Advertisement

মূল ঘটনাটি ঘটে সোমবার ১ জুলাই, চিকিৎসক দিবসে। ১১০ জন চিকিৎসককে সম্মানিত করে বৈদ্যবাটী পুরসভা। চিকিৎসকদের সংবর্ধনা দিতে বাড়ি যান বৈদ্যবাটী পুরসভার সদস্যরা। চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয় ফ্রেমে বাঁধানো মানপত্র। সেই মানপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি ছিল বি আর আম্বেদকরে। বিষয়টি নজরে আসতেই ফেসবুকে প্রতিবাদ জানান দীপ্তেন চট্টোপাধ্যায় নামে এক চিকিৎসক। তিনি জানান, ‘চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়। বৈদ্যবাটী পুরসভা সেই চিকিৎসক দিবস পালন করছে ভালো কথা। কিন্ত চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে একটা মস্ত বড় ভুল করেছে তাঁরা। কে বিধানচন্দ্র রায়, আর কে বি আর আম্বেদকর চেনেন না। বিধানচন্দ্র রায়ের জন্মদিন। অথচ তাঁর কোনও ছবি নেই।‘

Advertisement

এই ঘটনাটি সামনে আসার পরই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের দেওয়ার আগে কেন পুর কর্তৃপক্ষের বিষয়টি কেন নজরে এল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, ‘মানপত্র করিয়ে আনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি কলকাতা থেকে করিয়ে এনেছিলেন। বিধানচন্দ্রের পরিবর্তে বি আর আম্বেদকরের ছবি বসানো হয়েছে। আসলে এটা প্রিন্টিং মিসটেক।‘ একইসঙ্গে তিনি জানান, ‘যে চিকিৎসক ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। আমি তাঁর কাছে ক্ষমা চেয়েছি। আমি বলেছি, ছবি বদলে দেওয়া হবে।‘

Advertisement
Tags :
Advertisement