For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

লোকসভা ভোটে ‘একলা চলো’র সিদ্ধান্তেই অটল মায়াবতী

12:24 PM Mar 09, 2024 IST | Sundeep
লোকসভা ভোটে ‘একলা চলো’র সিদ্ধান্তেই অটল মায়াবতী
Advertisement

নিজস্ব প্রতিনিধি, লখনউ: লোকসভা ভোটে সপা-কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ভাঙন ধরিয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার সিদ্ধান্তে অটলই রইলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের একবার বসপার ‘একলা চলো’ নীতিতে অটল থাকার কথা জানিয়ে দিয়েছেন বহেনজি। সেই সঙ্গে এনডিএ কিংবা ইন্ডিয়া জোটে সামিল হওয়া নিয়ে ‘গুজবে’ কান না দেওয়ার জন্যও দলীয় সমর্থকদের অনুরোধ জানিয়েছেন।

Advertisement

এদিন সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) বহেনজি লিখেছেন, ‘দেশজুড়ে লোকসভা ভোটে একলা লড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বিএসপি। একলা লড়াইয়ের মতো ক্ষমতা রয়েছে দলের। সংবাদমাধ্যমের একাংশ গত কয়েকদিন ধরে বসপাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাই নষ্ট হচ্ছে।’ শুধু এখানেই থামেননি বহেনজি। কংগ্রেস ও সপা জোটকেও নিশানা করেছেন। দলিতদের স্বঘোষিত মসিহা অভিযোগ করেছেন, ‘বসপা একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী জোটের (পড়ুন সপা-কংগ্রেস) নেতাদের রাতের ঘুম উবে গিয়েছে। তাই বসপা জোটে সামিল হচ্ছে বলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েক দফায় বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বহেনজি। মুসলিম অধ্যুষিত কেন্দ্র হিসাবে পরিচিত রামপুর, আজমগড়, আমরোহায় সপা-কংগ্রেস প্রাথীদের হাতে দাপুটে সংখ্যালঘু নেতাদের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। মুসলিম ও যাদব ভোটে ভাগ বসাতে প্রার্থী তালিকায় দুই সম্প্রদায়ের একাধিক নেতাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে উত্তরপ্রদেশে একলা চলোর পথে হাঁটলেও অন্যান্য রাজ্যে স্থানীয় দলগুলির সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটবেন কিনা, তা স্পষ্ট করেননি বহেনজি।

Advertisement
Tags :
Advertisement