OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

১০০ দিনের কাজের টাকার দাবিদাররা কী আসল জবকার্ডধারী, খুঁজে দেখতে কমিটি

১০০ দিনের কাজের মজুরির দাবি যারা করছেন তাঁরা বৈধ জবকার্ডধারী কিনা সেটা পরীক্ষা করে দেখবেন ৪ সদস্যের কমিটি। নির্দেশ হাইকোর্টের।
03:16 PM Jan 18, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই বাংলার শাসক দলের তরফে অভিযোগ করা হচ্ছে যে ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) অধীনে যারা কাজ করেছেন তাঁদের মজুরি দিচ্ছে না কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। কাজ করিয়েও গরিব মানুষকে হকের টাকা দিচ্ছে না কেন্দ্র, এমনই অভিযোগ রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের। এই নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছিল ২টি জনস্বার্থ মামলা। ১টি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরটি করেছিল বামেদের কৃষক সংগঠন ক্ষেত মজদুর সংগঠন। সেই দুটি মামলাই এদিন অর্থাৎ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার একযোগে শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। সেই মামলাতেই এদিন আদালত জানিয়েছে, যারা ১০০ দিনের কাজ করেও বেতন পাননি বলে অভিযোগ করছেন তাঁরা সকলে বৈধ জবকার্ডধারী(Valid Job Card Holder) কিনা সেটা আগে পরীক্ষা করে দেখা হবে। সেই পরীক্ষা করবে ৪ সদস্যের একটি কমিটি।

এদিনের শুনানিতে ক্ষেত মজদুর সংগঠনের তরফে দাবি করা হয় যে, তাঁরা ১০০ দিনের কাজ করেছেন। অথচ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই নিয়ে টানাপড়েনের জন্য প্রাপ্য টাকা পাচ্ছেন না। আবার শুভেন্দুর দাবি, ১০০ দিনের কাজের নামে বিপুল দুর্নীতি হয়েছে বাংলায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম নিজেও শুনানিকালে জানান, ১০০ দিনের কাজের প্রকল্পের অধীনে কাজ না পেয়ে ৩২৭ জন তাঁকে চিঠি লিখেছেন। এরপরেই আদালত জানায়, সবার আগে খতিয়ে দেখা হবে যারা জবকার্ড থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না বলে দাবি করছেন বা জবকার্ড থাকা সত্ত্বেও কাজ পেয়ে কাজ করেও টাকা পাচ্ছেন বলে দাবি করছেন, তাঁরা সকলেই বৈধ জবকার্ডধারী কিনা সেটাই খতিয়ে দেখা হবে। অভিযোগের গভীরে পৌঁছতে হলে আগে দেখতে হবে যারা প্রাপ্য অর্থের দাবি করছেন, তাঁদের জবকার্ড বৈধ কি না। সেটাই খতিয়ে দেখবে ৪ সদস্যের একটি কমিটি। এই ৪জন আসবেন রাজ্য, কেন্দ্র, ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তরফ থেকে এক জন করে প্রতিনিধি হিসাবে।

এর পাশাপাশি এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই ৪ সদস্যের কমিটিকে জেলা অনুযায়ী তথ্য খতিয়ে দেখতে হবে। প্রতিটি জেলার মহকুমায় যেতে হবে কমিটিকে। জবকার্ড যাচাই করতে হবে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। কমিটির প্রতিনিধি হিসাবে কাদের মনোনীত করা হচ্ছে তা ওই দিনই আদালতকে জানাবে রাজ্য এবং কেন্দ্র। গোটা রাজ্যে ভুয়ো জবকার্ড সংক্রান্ত যে অভিযোগ উঠছে, তা নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে ওই কমিটি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়ে দেন, ‘দুর্নীতি যতই থাক, যারা প্রকৃত দরিদ্র, তাঁদের জন্য কী করা হয়েছে? কাউকে তো দায়িত্ব নিতে হবে।’

Tags :
100 Days Work ProjectCalcutta High CourtMamata BanerjeeNarendra modiValid Job Card Holder.
Next Article