For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

06:36 PM Apr 19, 2024 IST | Subrata Roy
প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল  আত্মবিশ্বাসী চন্দ্রিমা
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রথম দফার নির্বাচনে যে তিনটি জেলায় নির্বাচন হলো তিনটি জায়গাতেই তৃণমূল জয় লাভ করবে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। তিনি বলেন,বাস্তবে শান্তিপূর্ন ভোট রাজ্যে হয়েছে। নির্বাচন কমিশনকে এই রাজ্যের প্রশাসন সাহায্য করেছে সেটা প্রমাণিত। কোথাও গন্ডগোল করতে ইচ্ছে হলেও সেটা হয়নি, দাবি চন্দ্রিমা ভট্টাচার্যর। তিনি বলেন সময় যত এগোচ্ছে মানুষ বুঝতে পারছে প্রতিশ্রুতি স্রেফ ভাওতা। মোদির গ্যারান্টি আসলে বাস্তবে রূপ নেবে না। তাই মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তার থেকেই তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

Advertisement

বিজেপি বলছে, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এর জয়, শান্তিপূর্ন ভোট এর জন্য। আসল জয় জনগণের।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Force)মোতায়েন হয়েছিল। কিন্তু তাতে তৃণমূলের জয় রথকে রোখা যায় নি।শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya) বলছেন তৃণমূলের ভাষায় জবাব দেব।উদয়ন গুহকে(Udayan Guha) ঘেরাও করে বিক্ষোভ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,রাজ্যপালের ভোট ছাপ্পার অভিযোগ,পিস রুম না পিস হেভেন হয়ে যায়, মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিক্ষোভ যে কেউ দেখাতে পারে। তবে দেখতে হবে কার ইন্ধনে এই বিক্ষোভ হয়েছিল।প্রথম দফার নির্বাচনে মুর্শিদাবাদে খোশ মেজাজে পা মেলানো মমতা, চন্দ্রিমা- শশী..আদিবাসী ভোটব্যাঙ্ক এর জন্য?

Advertisement

তিনটে নির্বাচন হল, জিতব আমরা, খোস মেজাজেই তো থাকব।উত্তরবঙ্গে(North Bengal) জিত নিয়ে এতটা কনফিডেন্ট কেন তৃণমূল? উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্যের একটি মন্তব্য উত্তরবঙ্গের মানুষ মোদি গ্যারান্টি যে ভাওতা বুঝতে পেরে জবাব দিয়েছে। যদিও বিজেপি ও কনফিডেন্ট তিনটি আসনে তাদের জয়ের বিষয়।

Advertisement
Tags :
Advertisement