OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিএসএফের গাফিলতিতে মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু চার শিশুর

05:53 PM Feb 12, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,চোপড়া ও ঝাড়গ্রাম: মর্মান্তিক দুর্ঘটনা৷ বিএসএফের গাফিলতিতে ড্রেন তৈরির সময় মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার(Chopra) দাসপাড়া পঞ্চায়েতের চেতনাগছ এলাকায়।মঙ্গলবার চোপড়াতে এই ঘটনার প্রতিবাদে বিএসএফ কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার চেতনাগছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার রোডে থাকা নিকাশীনালা তৈরির কাজ চলছিল। বিএসএফের তরফেই সেই কাজ করা হচ্ছিলো।এই খননকার্যের পাশেই খেলা করছিলো বেশ কয়েকজন এলাকার শিশু। আচমকাই কাজ চলাকালীনই মাটি ধ্বসে চাপা পড়ে যায় ৪ শিশু।

ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। তড়িঘড়ি তাদের উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় বি এস এফের(BSF) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান বি এস এফের উচ্চপদস্থ আধিকারিকেরা৷ গ্রামবাসীরা বিএসএফের উচ্চপদস্থ অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ এরকম যখন একটি নিকাশির কাজ হচ্ছে সে বিষয়ে এলাকার মানুষকে কোন রকম সতর্ক করেনি বিএসএফ। শুধু তাই নয় যে জায়গায় মাটি খোঁড়া হয়েছে, সেখানে কোনভাবে বাঁশ বা অন্য কোন কিছু দিয়ে আড়াল করা হয়নি।

বায়ু সেনার বোম এসে পড়লো চাষের জমিতে, ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে বায়ু সেনার আধিকারিকরা।ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের (Sakrial Block)চামটিডাঙ্গাতে কলাইকুন্ডা বায়ু সেনার সোমবার মহড়া বোম্বিং ছিল। সেই মহড়ার বোম্বিং এরিয়ায় লক্ষ্যভেদ করতে গিয়ে লক্ষ্যভস্ট হয়ে গ্রামের চাষের জমিতে বোম পড়ে। ফলে চাষের জমিতে বড় গর্ত হয়ে যায়। জানা গেছে, এলাকার এক ব্যক্তি বিনয় পাত্রর জমিতে এই বোম পড়ে। এতেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে যে চাষের জমিতে বোম পড়ে সেখানে ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টের তার ছিড়ে যায়। তবে অল্পের জন্য বড় সড় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান এলাকার মানুষ। জানা গেছে, এই ঘটনায় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাঁটল দেখা দেয়। ঘটনাস্থলে পুলিশ ও বায়ু সেনার আধিকারিকরা গোটা এলাকা ব্যারিকেড করে রাখে।   তদন্ত করছেন বায়ু সেনার আধিকারিকরা।

Tags :
Chopra 4 Children DeadJhargram Airforce Bomb
Next Article