OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দেখা করলেন না চোপড়ার নির্যাতিতা, শিলিগুড়ি থেকেই দিল্লির পথে রাজ্যপাল

রাজ্যপালের সঙ্গে দেখাই করলেন না চোপড়ার নির্যাতিতা। আর তার জেরেই চোপড়া না গিয়ে শিলিগুড়ি থেকেই দিল্লিতে ফেরত গেলেন বোস।
02:32 PM Jul 02, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ইচ্ছা হয়তো ছিল কদর্য রাজনীতি করা। নির্যাতিতাকে দিয়ে সিবিআই তদন্তের(CBI Investigation) দাবি উগরে নেওয়ার। কিন্তু সেটা আর হল কই। খোদ নির্যাতিতাই তো তাঁর সঙ্গে দেখা করতে চাইলেন না। অগ্যতা, শিলিগুড়ি(Siliguri) থেকে তাঁরও আর যাওয়া হল না চোপড়ায়(Chopra)। ফিরতে হল তাঁকে দিল্লিতে। কার্যত নির্যাতিতাই তাঁকে ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দিল দিল্লি(New Delhi)। আর এবার বোধহয় পদ্মশিবিরও তাঁকে বাংলার রাজভবন থেকে ফেরত পাঠাতে পারের কেরলের মাটিতে। নানা মহল থেকে তেমন ইঙ্গিতই মিলছে। নজরে বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। এদিন চোপড়া যাবেন বলে গতকালই তড়িঘড়ি করে তিনি চলে এসেছিলেন দিল্লি থেকে শিলিগুড়ি। কিন্তু মঙ্গলবার সকালে সেই শিলিগুড়ি থেকেই আবার দিল্লির উদ্দেশে রওনা হতে হল তাঁকে। কেননা যাকে নিয়ে রাজনীতি করার ফন্দি এঁটেছিলেন তিনি, সেই নির্যাতিতাই তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকার করে দিলেন।

রাজভবন সূত্রে জানা গিয়েছিল, এদিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে রাজ্যপাল বাগডোগরা হয়ে সড়কপথে চোপড়া পৌঁছবেন। সেই কারণে এদিন চোপড়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করে তোলা হয়। মোতায়েন করা হয়েছিল পুলিশ এবং নিরাপত্তাবাহিনীও। কিন্তু দুপুর ১টা নাগাদ হঠাৎই জানা যায় রাজ্যপাল আর চোপড়ায় আসছেন না। তিনি শিলিগুড়ি থেকেই ফিরে যাবেন। কেন রাজ্যপাল চোপড়ায় এলেন না, তার কারণ স্পষ্ট করেনি রাজভবন। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চোপড়ায় রাজ্যপালকে ঘেরাও করার একটি কর্মসূচি নেওয়া হচ্ছিল। সেটা জানতে পেরেই হয়তো চোপড়া যাওয়ার পরিকল্পনা বাতিল করেন বোস। তবে প্রশাসনের ধারনা, রাজ্যপালকে আদতে ধাক্কা দিয়েছেন চোপড়ার নির্যাতিতা। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতেই অস্বীকার করে দেন নির্যাতিতা। বরঞ্চ তিনি জানিয়ে দেন, পুলিশেই থাকছে তাঁর আস্থা। মূল অপরাধী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, এবার তিনি চান তাঁর মার খাওয়ার ভিডিও যে বা যারা ভাইরাল করেছে তাঁরা যেন শাস্তি পায়। আর সেকথা শুনেই নাকি বোস চোপরা যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেন।  

এদিকে এদিন রাজ্যপাল যদিও বা চোপড়ায় আসতেন, তাহলেও তাঁকে পড়তে হত বড়সড় বিক্ষোভের মুখে। কেননা মাসকয়েক আগে রাজ্যপাল চোপড়ায় এসেছিলেন দেশের সীমান্তরক্ষা বাহিনী বা BSF’র কাটা ড্রেনে পড়ে ৪ শিশুর মৃত্যুর খবর পেয়ে। তাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি রাজভবনের তরফে ১ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই অর্থ এখনও পর্যন্ত পায়নি মৃত শিশুদের পরিবার। স্থানীয় সূত্রের খবর, ওই বিষয়েই রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি চলছিল। কিন্তু শেষপর্যন্ত রাজ্যপাল আর চোপড়ার পথে পা না বাড়ানোয় সেই বিক্ষোভ প্রদর্শনও বাতিল হয়েছে। তবে অস্বীকার করার উপায় নেই গোটা ঘটনায় ধাক্কা খেয়ে গিয়েছে পদ্মশিবির। তাঁদের ইচ্ছা ছিল রাজ্যপাল চোপড়ার নির্যাতিতার সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানাবান। কিন্তু এখন সে গুড়ে পড়ে গিয়েছে বালি।

Tags :
C V Ananda BoseCBI Investigation.ChopraGovernor of West Bengalnew delhiSiliguri
Next Article