OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কাটমানি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ মমতার

06:49 PM Jun 20, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন শেষ হতেই জোরকদমে প্রশাসনিক কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে ডেকেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু-সহ একাধিক দপ্তরের সচিবরা।  এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় অসন্তোষ প্রকাশ করেন ।

সূত্রের খবর, এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে কাটমানি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী-আমলাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের টাকার প্রয়োজন নেই। কিন্তু কিছু অফিসার টাকা খাচ্ছেন।  রাজ্যে পিডব্লিউডিরা যেমন কাজ করেছে তেমন কাটমানি খাচ্ছে।' শুধু কাটমানি নয় রাজ্যের রাস্তাঘাট এবং জল  নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।  এদিনের বৈঠক তিনি ক্ষোভের সঙ্গে বলেন, 'এত জল অপচয় হচ্ছে কেন? খবর আছে একাধিক পুরসভা জল অপচয় করেছে। পাশাপাশি রাস্তাঘাট পাঁচ বছর ধরে যাতে রক্ষণাবেক্ষণ হয় সেইদিকে নজর দিতে হবে।‘

বৃহস্পতিবার প্রশাসনিক সভা থেকে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে আমলা থেকে পুলিশ আধিকারিকদের। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘কী ভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে? পুলিশ কেন বিষয়টি দেখছে না । সরকার কোনও দুর্নীতির ভাগীদার হবে না।' উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তবে কলকাতা পুরসভা এলাকাতেই ৪৭টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে ঘাসফুল শিবির। কী কারণে এমন ফলাফল হল, তা নিয়ে বেশ চিন্তিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই ভোট মিটতেই পুরসভা থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দিকেই নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Tags :
Administration MeetingChief Minister Mamata BanerjeeMamata BanerjeeNabanna
Next Article