For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন সরাসরি সম্প্রচার ঠেকাতে ষড়যন্ত্র, দায়ের অভিযোগ

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লালবাজারে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিধানসভায় আসবে তদন্ত করতে।
12:51 PM Feb 09, 2024 IST | Koushik Dey Sarkar
মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন সরাসরি সম্প্রচার ঠেকাতে ষড়যন্ত্র  দায়ের অভিযোগ
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন বললেও বড় কম বলা হয়। রাজ্যের বিধানসভা(West Bengal State Assembly) ভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সাংবাদিক সম্মেলনের(Press Meet of Chief Minister) সরাসরি সম্প্রচার(Live Telecast) ঠেকাতে প্রেস কর্নার(Press Corner) থেকে ফেসবুক লাইভের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দেশের আর কোনও রাজ্যের বুকে যা ঘটেনি সেটাই ঘটেছে বাংলার বিধানসভা ভবনে। গতকাল বিকালেই সেই ঘটনা ঘটে। আর তার জেরে এবার লালবাজারে কলকাতা পুলিশের(Kolkata Police) কাছে অভিযোগ দায়ের করলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। শুধু তাই নয়, মুখ‌্যমন্ত্রীর বক্তব্যের সময় মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। তাঁর ভিডিয়ো তখন দেখা গেলেও বক্তব‌্য শোনা যাচ্ছিল না বলে অভিযোগ। এই ঘটনাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের(TMC) পক্ষ থেকে লালবাজারে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

গতকাল ছিল রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশের দিন। সেই বাজেট পেশ করার সময় থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছিল। বিধানসভার অধিবেশন কক্ষে বাজেট পেশের সময় গোলমাল পাকানোর অভিযোগ ওঠে বিজেপির বিধায়কদের বিরুদ্ধে। বাজেট পেশ শেষ হতেই মুখ‌্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন। কিন্তু সেই সাংবাদিক সম্মেলন সরাসরি সম্প্রচার ঠেকাতে কেউ ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেস কর্নার থেকে ফেসবুক লাইভের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলেও অভিযোগ। একজন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার সময় এমন ষড়যন্ত্র কার্যত অপরাধ। বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন ভার্চুয়ালি। বিধানসভার প্রেস কর্নারে সরাসরি সম্প্রচার করার প্রযুক্তিগত ব‌্যবস্থা ছিল। মুখ‌্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার আগেই প্রেস কর্নারে বসে সাংবাদিক সম্মেলন সেরে নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরী। শুভেন্দুর সাংবাদিক সম্মেলন শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব‌্য শুরু করতে যান। তখন আবার প্রেস কর্নারে বসে বক্তব্য শুরু করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বালুরঘাটের এই বিজেপি বিধায়কের এহেন আচরণ কার্যত প্রোটোকল লঙ্ঘণেরই সামিল।

Advertisement

কারণ মুখ্যমন্ত্রী যখন বলতে যান তখন জায়গাটি ছেড়ে দেওয়াই নিয়ম। সেটা না করে অযথা জায়গা ধরে রাখা প্রোটোকল লঙ্ঘনের সামিল বলেই অনেকে মনে করছেন। এমনকী মুখ‌্যমন্ত্রীর বক্তব্যের সময় মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তাঁর ভিডিয়ো তখন দেখা গেলেও বক্তব‌্য শোনা যাচ্ছিল না বলে অভিযোগ। এই ঘটনাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক সম্মেলন থেকে মুখ‌্যমন্ত্রীর বক্তব‌্য শুনতে না দেওয়ার ষড়যন্ত্র করেই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে লিখিত অভিযোগ দায়ের হয়। শুক্রবার এই অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। সেই তদন্তের স্বার্থে তাঁরা রাজ্য বিধানসভায় আসতে পারেন যে কোনওদিন যে কোনও সময়ে। তবে তাঁরা কবে আর কখন আসবেন সে কথা এখনও জানা যায়নি।

Advertisement
Tags :
Advertisement