For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'এতদিন কী করছিলেন?', সারদা মামলার চার্জশিটে ইডিকে ভর্ৎসনা আদালতের

08:10 PM Jul 05, 2024 IST | Mainak Das
 এতদিন কী করছিলেন    সারদা মামলার চার্জশিটে ইডিকে ভর্ৎসনা আদালতের
Advertisement

নিজস্ব প্রতিনিধি : সারদা মামলায় চার্জশিট নিয়ে এবার ইডিকে তীব্র ভর্ৎসনা করল আদালত। শুক্রবার ইডি আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়, ১১ বছর পর হঠাৎ চার্জশিট জমা দিচ্ছেন? এতদিন ধরে কী করছিলেন?

Advertisement

শুক্রবার সারদা মামলায় ৬৫ পাতার চার্জশিট জমা দেয় ইডি। ওই চার্জশিটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইসঙ্গে ১১০০ পাতার নথিও জমা পড়েছে। এদিন চার্জশিট পেশের সময়ে বিচারক ইডির আইনজীবীকে রীতিমতো ভর্ৎসনার সুরে জানান, ‘আপনি এমন একজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিচ্ছেন, তিনি একজন ট্যাক্স কনসালট্যান্ট। ক্লায়েন্টের থেকে ফিস নিতে পারেন। কী করে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত, আমাকে দেখান। কোনও আইনজীবী যদি কারোর হয়ে মামলা লড়েন, তাহলে কী তিনি সুবিধাভোগী? মনে হচ্ছে আপনাদের ভূমিকা সঠিক নয়। আমাকে আগে তথ্য দিয়ে সন্তুষ্ট করুন। তারপরে আমি কগনিজেন্স নেব। প্রয়োজনে ওকে নোটিশ দিয়ে ডাকব।‘

Advertisement

উল্লেখ্য, এর আগে টাকা নেওয়ার প্রসঙ্গে চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম জানিয়েছিলেন, তিনি যে টাকা নিয়েছিলেন, সেটা তাঁর আইনজীবী হিসাবে পরামর্শ দেওয়ার জন্য কনটালট্যান্সি ফি। যদিও এই যুক্তি মানতে রাজি হননি ইডি আধিকারিকরা। তাঁদের মতে, নলিনী চিদম্বরম ওই টাকা নিয়েছিলেন প্রোটেকশন মানি হিসাবে। ২০১১-১২ সালে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পি চিদম্বরম। সেইসময়ই ওই টাকা নিয়েছিলেন চিদম্বরমের স্ত্রী।

Advertisement
Tags :
Advertisement