OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

Cyclone Rimal জীবন কেড়েছে ৩ শত গাছের, ৫গুণ ক্ষতিপূরণ চায় শহর কলকাতা

৩০০ গাছের জীবনহানির ক্ষতিপূরণ হিসাবে শহরে তার ৫ গুণ প্রায় দেড় হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম।
06:18 PM May 28, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বেশি পুরাতন কথা নয়, ২০২০ সালের মে মাসে বাংলায় আছড়ে পড়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফান। সেই ঝড় শহর কলকাতার(Kolkata) বুকে কেড়ে নিয়েছিল ৫ হাজার গাছের জীবনকে। এবারে আরও এক ঝড় রিমল ধাক্কা দিল কলকাতার অবশিষ্ট সবুজে। কলকাতা পুরনিগমের(KMC) প্রাথমিক তথ্যে জানা গিয়েছিল Cyclone Rimal’র দাপটে রবি রাতে কলকাতার বুকে প্রায় ৪০০ গাছ পড়ে গিয়েছে। যদিও পরে জানা গিয়েছে, ওই ৪০০ গাছের মধ্যে ৩০০ গাছ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে বাকি ১০০টি গাছ ডালপালা-সহ বড় অংশ ভেঙে পড়ে গেলেও এখনও পুরোপুরি মারা যায়নি। এই গাছগুলিকে যাতা বাঁচিয়ে তোলা যায় তার জন্য যেমন কলকাতা পুরনিগমের তরফে চেষ্টা করা হবে, তেমনি ৩০০ গাছের জীবনহানির ক্ষতিপূরণ হিসাবে শহরে তার ৫ গুণ প্রায় দেড় হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘটনা হচ্ছে, এখনও শহর কলকাতার বুকে আম্ফানের ধাক্কায় শহিদ হওয়া ৫ হাজার গাছের শূন্যস্থান কেউ পূরণ করতে পারেনি। যতই প্রতিশ্রুতি দেওয়া হোক, ৩০০ গাছের জায়গায় ১৫০০ গাছ বসিয়ে দেওয়া হবে, তা নিয়ে সংশয় থাকছে শহরেরই বাসিন্দাদের মনে।

রিমল ঘুর্ণিঝড়ের দাপটে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত মিলিয়ে উপড়ে নষ্ট হয়ে গিয়েছে ৩০০’র বেশি গাছ। যা কলকাতার মতো ঘিঞ্জি শহরের কাছে বড়সড় ক্ষত। তাই এই ক্ষতে প্রলেপ দিতে কমপক্ষে ৫ গুণ বেশি গাছ লাগাতে চায় কলকাতা পুরনিগম। তথ্য বলছে, শহরে ভেঙে পড়া বড় গাছের সংখ্যা ২৯৪। পরে আরও বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ার খবর মেলায় তা বেড়ে ৩০০ হয়েছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তুলো, পাম, কদম, সুপুরির মতো গাছ উপড়ে পড়েছে। যে সব এলাকায় গাছ ভেঙে পড়েছে, সেই সব এলাকাগুলিকে চিহ্নিতও করা হয়েছে। সবচেয়ে বেশি গাছ ভেঙে পড়ছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নিউ আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোডে। পাশাপাশি, বেলেঘাটা, আলিপুর রোড, গল্ফগ্রিন রোডে, জিসি অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, কিরণশঙ্কর রায় রোড, পাটুলির ফুলবাগান, খিদিরপুরের মনসাতলা লেন, গড়িয়াহাট, পিজি হাসপাতালের ভিতরে, বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় বড় গাছ ভেঙে পড়েছিল। তাই এই সব এলাকায় ৫ গুণ গাছ লাগিয়ে ক্ষতিপূরণ করতে চাইছে কলকাতা পুরনিগম। একই সঙ্গে বর্ষার মরসুমে কলকাতা পুরনিগম যে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতি বছর পালন করে, সেই কর্মসূচিতেও কলকাতা শহরে অতিরিক্ত গাছ লাগানো হবে।

Tags :
Cyclone RimalKmcKolkata
Next Article