OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

'ডান্স দিওয়ানে ৪'-এর জোড়া বিজেতা নীতিন-গৌরব, পুরস্কার পেলেন কী কী?

গ্র্যান্ড ফিনালেতে নিতিন এবং গৌরবকে অভিনন্দন তাদের নাচের প্রতি তাদের আবেগ দেখানোর জন্য এবং তাদের বিজয় না হওয়া পর্যন্ত একটি দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মঞ্চকে গর্বিত করার জন্যে
01:15 PM May 26, 2024 IST | Susmita

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতে শেষ হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ডান্সিং রিয়েলিটি শো 'ডান্স দিওয়ানে ৪'। যে শোয়ের অন্যতম বিচারক হলেন মাধুরী দীক্ষিত। যদিও এই মরসুমে বিচারকের আসনে যোগ দিয়েছিলেন সুনীল শেট্টি। গতকাল ছিল এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। প্রায় ৮ মাস ধরে চলা শোয়ের চূড়ান্ত এপিসোডে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান। তিনি মঞ্চে উঠে মাধুরীর সঙ্গে নাচও করেছেন। এবং প্রতিযোগীদের উৎসাহ দিয়েছেন। তবে শোয়ের শেষ হাসি হাসলেন নিতিন ও গৌরব। তাঁরা জোড়া বিজেতা হয়েছেন। শনিবার রাতে কালারস চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান 'ডান্স দিওয়ানে'-এর গ্র্যান্ড ফাইনালেতে নিতিন ও গৌরব বিজয়ীর মুকুট পরলেন।

পুরস্কার হিসেবে বিজয়ীরা নগদ ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এদিন কার্তিক আরিয়ানের উপস্থিতি ফাইনালে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। নীতিন এবং গৌরব যখন 'নৃত্য দিওয়ানে'-তে জুটি বেঁধেছিলেন, তখন তাদের ধারণা ছিল না যে মঞ্চে তাদের রসায়ন উত্তর ও দক্ষিণের নাচের নায়ক হিসেবে চিহ্নিত হবে। বেঙ্গালুরু থেকে নিতিন এবং দিল্লির গৌরব শুরু থেকেই এই প্রোগ্রামে একে অপরকে সাহায্য করেছিলে ন। আর গোটা শোয়ে খোদ মাধুরী দীক্ষিত তাঁদের অন্যতম ভক্ত ছিলেন, তিনি বেশ কয়েকবার তাদের শুভকামনা জানিয়েছিলেন। এদিন জেতার পর ডান্স দিওয়ানের উভয় বিজয়ীকে শুভেচ্ছা জানিয়ে মাধুরী দীক্ষিত নেনে বলেছেন, “ট্রফি এবং দর্শকদের মন জয় করার জন্য নীতিন এবং গৌরবকে অভিনন্দন! তার অনেক অভিনয়ই ছিল মাস্টারপিস এবং আমি নিশ্চিত যে তার শৈল্পিকতা বিশ্বকে চমকে দিতে থাকবে। আমি নিশ্চিত তিনি আগামী এবং সিনিয়র প্রজন্মকেও অনুপ্রাণিত করবেন।”

সুনীল শেঠি বলেছেন, “গ্র্যান্ড ফিনালেতে নিতিন এবং গৌরবকে অভিনন্দন তাদের নাচের প্রতি তাদের আবেগ দেখানোর জন্য এবং তাদের বিজয় না হওয়া পর্যন্ত একটি দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মঞ্চকে গর্বিত করার জন্যে।” এই জয়ে উচ্ছ্বসিত নীতিন বলেছেন, “এই প্রতিযোগিতায় চার প্রজন্মের সবচেয়ে দক্ষ নৃত্যশিল্পীরা ছিলেন। আর এটা জেতাটা এখন স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে। ভবিষ্যতে ঋত্বিক রোশানের কোরিওগ্রাফের হতে চাই।” তার সহকর্মী বিজয়ী গৌরব বলেছেন, "আমি আমার বাবা-মা এবং গুরুদের স্যালুট করি, যারা আমাকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আমার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছেন।" এদিকে ফাইনালের শুরুতে, মাধুরী দীক্ষিত নেনে 'খোয়া হ্যায়'-তে নাচের মাধ্যমে মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং সুনীল শেঠি 'বর্ডার' ছবির 'সন্দেশ আতে হ্যায়' গানে মর্মস্পর্শী পারফরম্যান্স দিয়েছিলেন। অভিনেতা কার্তিক আরিয়ান তার আসন্ন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন' এর প্রচারের জন্য ফাইনালে অংশ নিয়েছিলেন। 'লাফটার শেফস আনলিমিটেড এন্টারটেইনমেন্ট'-এর ত্রয়ী শিল্পী কৃষ্ণা, কাশ্মীরা এবং সুদেশও এই অনুষ্ঠানে মানুষকে অনেক হাসিয়েছিলেন।

Tags :
nitin gourav
Next Article