For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিয়ের ১ মাস ঘুরতে না ঘুরতেই মাতৃহারা হলেন 'ফুলকি' অভিনেত্রী কৌশাম্বী

২৭ জুন রাতে সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে প্রিয় পোষ্যর ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। মুহূর্তেই অভিনেত্রী র জীবন তছনছ হয়ে গেল। যেন ঝড় বয়ে গেল কৌশাম্বির জীবনে!
04:52 PM Jun 28, 2024 IST | Susmita
বিয়ের ১ মাস ঘুরতে না ঘুরতেই মাতৃহারা হলেন  ফুলকি  অভিনেত্রী কৌশাম্বী
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১ মাস হয়েছে বিয়ে। বিয়ের ১ মাস ঘুরতে না ঘুরতেই মাকে হারালেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। গত মাসেই 'মিঠাই' নায়ক আদৃত রায়কে বিবাহ করেন কৌশাম্বী চক্রবর্তী। জি বাংলার 'মিঠাই' ধারাবাহিক থেকেই তাঁদের বন্ধুত্ব। এরপর প্রেম। অবশেষে গতমাসে সম্পর্কের পূর্ণতা দিলেন আদৃত-কৌশাম্বী। তবে বিয়ের আগে নিজেদের সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন আদৃত-কৌশাম্বী। অবশেষে মে মাসে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। আর বিয়ের এক মাস ঘুরতে না ঘুরতেই মাকে হারালেন কৌশাম্বী। কিছুদিন আগেই মিঠাই ধারাবাহিকের আরেকজন অভিনেত্রী তন্বী লাহা রায়ও তাঁর মাকে হারিয়েছেন।

Advertisement

এবার মাতৃহারা হলেন কৌশাম্বী চক্রবর্তী। বৃহঃস্পতিবার নিজেই সেই দুঃসংবাদ দিয়েছেন কৌশাম্বি। ২৭ জুন রাতে সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে প্রিয় পোষ্যর ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। মুহূর্তেই অভিনেত্রী র জীবন তছনছ হয়ে গেল। যেন ঝড় বয়ে গেল কৌশাম্বির জীবনে! তাঁর মাই ছিলেন তাঁর কাছে প্রকৃত যোদ্ধা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ও মা চলে গেলে…’, মনে কষ্ট চেপে রেখে ইনস্টাগ্রামে ফুলকি অভিনেত্রী আরও লেখেন, “ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার? তোমার মতো করে আমাকে কে বুঝবে মা? কার কাছে আবদার করব কার কাছে সব গল্প করব গো? কার সঙ্গে ঝগড় করব? সবার জন্য সব করেছো।নিজের জন্য কখনও ভাবোনি। এইবার রিটায়ারমেন্টের পর তো কত প্ল্যান আছে বললে! টিউশন পড়াবে, আবৃত্তি শেখাবে, চুল রং করবে…। কাউকে একফোঁটাও সময় দিলে না মা! তবে যেখানেই থাকো না কেন, ভালো থেকো। আর যা যা ইচ্ছে ছিল সব পূরণ করো। তোমাকে আমরা খুব মিস করব। আর এটাও জানব তুমি সবসময়ে আমাদের সঙ্গে আছো। তুমি প্রকৃত যোদ্ধা মা।”

Advertisement

অভিনেত্রীর এই পোস্টে তাঁকে সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ৯ মে সাত পাকে বাঁধা পড়েন টেলিপর্দার জনপ্রিয় মুখ আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। তাঁদের বিয়ে এবং রিসেপশনে ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন। বিয়ের পর অষ্টমঙ্গলা কাটিয়ে তাঁরা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়েছিলেন।

Advertisement
Tags :
Advertisement