For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ব্লেড হাতে নিয়ে প্রধান শিক্ষিকাকে হুমকি ছাত্রীদের

03:28 PM Nov 21, 2023 IST | Srijita Mallick
ব্লেড হাতে নিয়ে প্রধান  শিক্ষিকাকে হুমকি  ছাত্রীদের
courtesy: google
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ ছাত্রী এবং শিক্ষিকাদের সম্পর্ক সর্বদা সুমধুর। তবে মহানগরে এক নজিরবিহীন ঘটনা ঘটলো  দক্ষিণেশ্বরের সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে। দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন সারদা বালিকা বিদ্যালয়ের ৬ জন ছাত্রীকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এমন একটি নির্দেশিকা জারি করে স্কুল কর্তৃপক্ষ। কারণ হিসেবে উল্লেখ করা হয়,এদের স্কুলে উপস্থিতি একেবারেই কম। নিয়মিত স্কুলে আসতো না। অপরদিকে পরীক্ষায় বসতে না দেওয়া ছাত্রীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে প্রধান শিক্ষিকা তাদের আটকে দিয়েছে বসতে দিচ্ছে না পরীক্ষায়।

Advertisement

তাদের পরীক্ষায় বসতে দিতে হবে এমন দাবি নিয়ে একেবারে দলবল নিয়ে চড়াও হয় পড়ুয়ারা । প্রধান শিক্ষিকার সামনে ব্লেড বার করে হাতের শিরা কাটার হুমকি পর্যন্ত দিতে থাকে৷ প্রধান শিক্ষিকাকে ‘অসভ্য’ সম্বোধন করে শাসাতে থাকে ছাত্রী । এরপরই অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায়। ক্যামেরা দেখেই বেপাত্তা অভিভাবক ও বিক্ষোভরত ছাত্রীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

Advertisement

তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় । তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোন মুখ খুলতে চাইনি। এদিন অভিভাবক এবং ছাত্রীদের সঙ্গে কথা বলবেন স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছেন অভিভাবকরা। এই স্কুলটি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের বিধানসভা কেন্দ্রে অবস্থিত।  তবে এই ঘটনা নিয়ে শাসক দলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
Tags :
Advertisement